কলকাতা: প্রকাশ্যে এল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) অভিনীত এবং দেবাশিস সেন শর্মা (Debasish Sen Sharma) পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro) প্রথম মোশন পোস্টার। বেশ অন্যরকমভাবে এই পোস্টারে আত্মপ্রকাশ করতে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে। এক লেখকের ভূমিকায় এই সিরিজে অভিনয় করবেন তিনি। মোশন পোস্টারের চিত্রগ্রহণের সঙ্গে আকর্ষণ করছে আবহ সঙ্গীতও। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ দেখা যাবে এই সিরিজটি।
পোস্টারে ঠিক যেন জলের গ্লাস থেকে আত্মপ্রকাশ করলেন অবিনাশ মিত্র। চোখে খানিক সন্তর্পণ, ভীত চাহনি। হাজারো আলোর রোশনাইও হঠাৎ সাদাকালো রূপ নিল। প্রথম পোস্টারেই রহস্যের খানিক আভাস পাবেন দর্শকেরা।
কিছুদিন আগেই সিরিজের পোস্টার শেয়ার করেন অনির্বাণ। দেবাশিষ সেন শর্মা পরিচালিত সিরিজের পোস্টার বেশ আকর্ষণীয়। সিরিজটি তৈরি হয়েছে এক লেখককে ঘিরে। পোস্টারে 'শব চরিত্র' লেখা স্লেটে চক দিয়ে। 'চরিত্র' শব্দে এক রক্তাক্ত নিব সহ পেনের দেখা মিলবে।
আরও পড়ুন: Anirban Chakrabarti Exclusive: প্রকাশ্যে 'দ্য একেন'-এর প্রথম লুক, কতটা উত্তেজিত অনির্বাণ চক্রবর্তী?
নিজের চরিত্রের সম্পর্কে অভিনেতা জানান, 'গল্প অনুযায়ী অবিনাশ মিত্র একসময় সফল লেখক ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তাঁর বই বিশেষ বিক্রি না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। সেই সময়ে পাবলিশারদের থেকে পরামর্শ আসে আশেপাশের ঘটনা নিয়ে লেখার। এরপর চারপাশের আকর্ষণীয় চরিত্রদের নজর করতে শুরু করে অবিনাশ। কিন্তু সেখানেই গণ্ডগোল বাঁধে। যাকেই অবিনাশ অনুসরণ করতে শুরু করে তারা প্রত্যেকে মারা যায়। মানে একাধিকবার একই ঘটনা ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা লেখাই অসম্পূর্ণ রয়ে যায়। কী ঘটছে বুঝতে না পেরে সাইকোলজিস্টের দ্বারস্থ হয় অবিনাশ।' অর্থাৎ অবিনাশের 'সব' চরিত্রই ধীরে ধীরে 'শব' হতে শুরু করে।
এই সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। সিরিজে এক মনরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এছাড়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর। তাছাড়া দেখা যাবে যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়কে।