কলকাতা: মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) অভিনীত এবং দেবাশিস সেন শর্মা (Debasish Sen Sharma) পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro)-র প্রথম পোস্টার। ছবিতে দেখা মিলল অনির্বাণ-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। 


ওয়েব সিরিজের পোস্টারে সবার ওপরে রয়েছে ছবির নাম। এরপর সবচেয়ে বড় করে রয়েছে প্রধান চরিত্র অনির্বাণ চক্রবর্তীর ছবি। তাঁর লুকে রয়েছে চমক। চোখে চশমা আর চুলের ধাঁচে যেন মাখামাখি হয়ে রয়েছে ভয় আর সন্তর্পণ চাহনি। পোস্টারে দেখা গেল ইমন চক্রবর্তী (Iman Chakraborty), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের।


কিছুদিন আগেই সিরিজের পোস্টার শেয়ার করেন অনির্বাণ। দেবাশিষ সেন শর্মা পরিচালিত সিরিজের পোস্টার বেশ আকর্ষণীয়। সিরিজটি তৈরি হয়েছে এক লেখককে ঘিরে। পোস্টারে 'শব চরিত্র' লেখা স্লেটে চক দিয়ে। 'চরিত্র' শব্দে এক রক্তাক্ত নিব সহ পেনের দেখা মিলেছিল। 


আরও পড়ুন: Bollywood: 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র রিমেকে প্রথমবার এক ছবিতে অক্ষয়কুমার, টাইগার শ্রফ


এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের চরিত্রের সম্পর্কে অনির্বাণ বলেন, 'গল্প অনুযায়ী অবিনাশ মিত্র একসময় সফল লেখক ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তাঁর বই বিশেষ বিক্রি না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। সেই সময়ে পাবলিশারদের থেকে পরামর্শ আসে আশেপাশের ঘটনা নিয়ে লেখার। এরপর চারপাশের আকর্ষণীয় চরিত্রদের নজর করতে শুরু করে অবিনাশ। কিন্তু সেখানেই গণ্ডগোল বাঁধে। যাকেই অবিনাশ অনুসরণ করতে শুরু করে তারা প্রত্যেকে মারা যায়। মানে একাধিকবার একই ঘটনা ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা লেখাই অসম্পূর্ণ রয়ে যায়। কী ঘটছে বুঝতে না পেরে সাইকোলজিস্টের দ্বারস্থ হয় অবিনাশ।' অর্থাৎ অবিনাশের 'সব' চরিত্রই ধীরে ধীরে 'শব' হতে শুরু করে।


এই সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। সিরিজে এক মনরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এছাড়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর। তাছাড়া দেখা যাবে যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়কে।