কলকাতা: মুক্তি পেল দেবাশিস সেন শর্মা পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro) ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), পরাণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়, রানা বসু ঠাকুর প্রমুখ। 


সিরিজের গল্প বছর পঁয়তাল্লিশের লেখক অবিনাশ মিত্রকে ঘিরে। তিনি পেশায় লেখক কিন্তু তাঁর লেখা আর বিক্রি হচ্ছে না। তাই পাবলিশারের চাপে পড়ে সে আশেপাশের জীবন্ত মানুষের জীবনে গোয়েন্দার মতো উঁকি ঝুঁকি মেরে নিজের গল্প খোঁজে। আশায় থাকে যে এর থেকে যদি সিনেমা বা অন্তত একটা ওয়েব সিরিজ হতে পারে। ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার সঙ্গে নিষিদ্ধ প্রেমের ওমই অবিনাশের রুটিন জীবন। 


চায়ের দোকানে দেখা হয়ে যাওয়া পৃথিবীর অঙ্ক না মেলাতে পারা অঙ্কের মাস্টার কালুচরণ নাগ যখন ছেলের অঙ্কের মাস্টার হয়ে আসেন তখন অবিনাশের মনে হয় গল্প তাঁর হাতের মুঠোয়। কিন্তু অঙ্কের মাস্টার সব অঙ্কের হিসেব গুলিয়ে দিয়ে কীসের যেন একটা গোপন ইঙ্গিত দেয় অবিনাশকে? গল্পের গন্ধ পায় অবিনাশ। কিন্তু গল্প এগোতে না এগোতেই একদিন হঠাৎ করে অঙ্কের মাস্টার মারা যান আর সেখানে উপস্থিত অবিনাশ পুলিশের নেক নজরে পড়ে যায়। অলিএন্ডারের বিষ পাওয়া যায় মাস্টারের শরীরে। পুলিশ ইনস্পেক্টর দেবব্রত তদন্ত শুরু করে।


আরও পড়ুন: Madhumita on social media: 'মেয়ে বলে ক্রিকেট খেলা বন্ধ করতে বলবেন?' ভিডিও পোস্ট করে প্রশ্ন মধুমিতার


এরপর হঠাৎ করেই সেঁজুতির দেখা পায় অবিনাশ। ওষুধের দোকানে তাকে দেখে গল্পের গন্ধে ওর পিছু নেয় অবিনাশ। জানতে পারে সেঁজুতি আর আনোয়ারের গল্প। কিন্তু ওর গল্প শেষের আগেই সেঁজুতি আত্মহত্যা করে। পুলিশের জেরায় বিধ্বস্ত অবিনাশ সাংবাদিক বন্ধু সৈকতের কাছে নেশাগ্রস্ত হয়ে বলে ফেলে ওর এই বিচিত্র ক্ষমতার কথা। সৈকত সংবাদ চ্যানেলে ছড়িয়ে দেয় খবরটা। মিডিয়া ধাওয়া করে অবিনাশকে।


বিধ্বস্ত অবিনাশ প্রেমিকার কথায় মনরোগ বিশেষজ্ঞ মৃণালিনীর কাছে যায়। সে বুদ্ধি দেয়, যখন এরকম সন্দেহ হচ্ছে অবিনাশের মনে তখন ও মৃত চরিত্রদের নিয়েই গল্প লিখুক, তাহলে তো আর তারা মারা যেতে পারবে না। 


মৃণালিনীর কথায় দ্রৌপদীকে নিয়ে লিখতে শুরু করে অবিনাশ। পুলিশের বাঁধন আরও শক্ত হয় অবিনাশের গলায়। সৈকতের ছেলের জন্মদিনের পার্টিতে মৃণালিনীকে জীবন্ত দ্রৌপদী হিসাবে চিনতে পেরে চমকে যায় অবিনাশ। ভীত হয়ে ওঠে। মিডিয়ার আলো থেকে পালাতে চায়। প্রেমিকার কাছে উগ্রে দেয় টেনশন। ওর ভয় এবার মৃণালিনীর মৃত্যুর পালা। প্রেমিকার পরামর্শে ও মৃণালিনীর সম্মতিতে ওকে কিডন্যাপ করেও রেখে দেয় অবিনাশ, বাঁচানোর জন্য। মাত্র ৭২ ঘণ্টা রাখতে পারলেই নিশ্চিন্ত। তাও শেষ রক্ষা হয় না। খুন হয়ে যায় মৃণালিনী। ফেঁসে যায় অবিনাশ পুলিশের জালে। তারপর?


 



গল্পে একাধিক মৃত্যুর ঘটনা থাকলেও ট্রেলারে সেইভাবে কোনও খুনের দৃশ্য নেই। তবে রয়েছে কিছু সন্দেহজনক দৃশ্য। কীভাবে পুলিশের জালে জড়াচ্ছে অবিনাশ, কীভাবে গল্পের জন্য মানুষের পিছু করছে সে দেখা যাচ্ছে ট্রেলারে। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার পোস্ট করে লেখা হয় 'উপন্যাসের অক্ষর জুড়ে এক অজানা রহস্যের স্বাক্ষর'। আগামী ২১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ মুক্তি পাচ্ছে 'শব চরিত্র'।