নয়াদিল্লি: প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক আত্মহত্যার পর এক অভিনেত্রীর ভিখারীতে পরিণত হওয়ার ঘটনা সামনে এল। মিতালি শর্মা নামে দিল্লির বাসিন্দা মেয়েটির বলিউডে বড় পর্দায় কাজ করার স্বপ্ন ছিল। কিন্তু মায়ানগরীর কঠোর বাস্তব চুরমার করে দিয়েছে সেই স্বপ্ন। মডেল হিসাবে বেশ নাম করেছিলেন মিতালি। কাজ করেছিলেন ভোজপুরী সমেত কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও। কিন্তু সেখানেই অপমৃত্যু ঘটে স্বপ্নের। সিনেমা জগতে আসতে চান বলে তাঁর সঙ্গে সম্পর্ক রাখেননি বাবা-মাও।  ফলে কেউ নেই তাঁর, কোথাও যাওয়ার জায়গা নেই। মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতেন। চুরি করতে গিয়ে ধরা পড়েন পুলিশের হাতে।

পুলিশ জানিয়েছে, গত দু দিন ধরে কিছুই পেটে পড়েনি। ওশিওয়াড়ার একটি হাউসিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভাঙতে যাচ্ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। আপাতত মিতালিকে রাখা হয়েছে থানের মানসিক হাসপাতালে।

বলিউডের আকাশ ছোঁয়ার বাসনা অধরা থেকে যাওয়ার কাহিনি অনেক। মিতালির মতো অনেকেই হারিয়ে যান। যেমন, নামী মডেল গীতাঞ্জলি নাগপাল। ২০০৭ সালে আচমকা একদিন তাঁকে রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। রাতে তাঁকে দেখা যেত পার্কে, মন্দিরে।