মুম্বই: সদ্যই নতুন সিজনের প্রোমো প্রকাশ্যে এসেছে। তারই মাঝে সামনে এসেছে যে, আস্নন সিজনে 'দ্য কপিল শর্মা শো'-তে দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সুনীল গ্রোভার, আলি আসগরের পর ক্রুষ্ণা অভিষেকের কপিল শর্মার শো ছাড়ার কারণ নিয়ে নানা জল্পনা শোনা যায়। সম্প্রচারিত চ্যানেল, শোয়ের নির্মাতা এমনকি কপিল শর্মার সঙ্গেও তাঁর সম্পর্ক ছেদের গুঞ্জন রটে। যদিও পরবর্তীকালে জানা যায় যে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই কপিল শর্মা শোয়ের আসন্ন সিজনে থাকবেন না ক্রুষ্ণা অভিষেক। এর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক কমেডিয়ানের 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার খবর সামনে এল। তিনি চন্দন প্রভাকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কপিল শর্মার শো ছাড়ার কারও জানিয়েছেন।


'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন প্রভাকর-


সম্প্রতি জানা গিয়েছে যে, 'দ্য কপিল শর্মা শো'-এর দীর্ঘদিনের সঙ্গী চন্দন প্রভাকরকে আর দেখা যাবে না নতুন সিজনে। এই শোয়ে তিনি 'চন্দু' চরিত্রে অভিনয় করতেন। কৌতুক অভিনেতার শো ছাড়ার সঠিক কারণ এখনও জানা না গেলেও বিভিন্ন সূত্রে খবর, নির্মাতাদের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়েছে। যদিও চন্দন প্রভাকরের পক্ষ থেকে এমন কথা অফিশিয়ালি জানানো হয়নি। তিনি বরং জানিয়েছেন যে, কোনও নির্দিষ্ট কারণে নয়, একটু বিরতি নেওয়ার জন্যই আসন্ন সিজনে দেখা যাবে না তাঁকে।


চন্দন প্রভাকর বলেন, 'হ্যাঁ, খবর সত্যি। 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে আমি আর থাকছি না। এর নির্দিষ্ট কোনও কারণ নেই। আমি শুধু কাজ থেকে কিছুটা বিরতি নিতে চাইছিলাম তাই।'


প্রসঙ্গত, কিছুদিন আগেই 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার কারণ নিয়ে মুখ খোলেন আলি আসগর। এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'