দেহব্যবসায় যুক্ত বলিউড এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, গোয়ায় হোটেল থেকে গ্রেফতার করল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2016 06:22 AM (IST)
মুম্বই এবং গোয়া: বলিউড এবং ছোটপর্দায় সঙ্গে যুক্ত এক জনপ্রিয় অভিনেত্রীকে দিন কয়েক আগে গোয়ায় হোটেল থেকে দেহব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাতে না হাতে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, স্পটবয়ই নামের এক ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। অভিনেত্রী অল্প সময়ের মধ্যে বেশি টাকা রোজগারের লোভ ছাড়তে পারেননি। সেই লোভেই তিনি চুপিসারে চলে যান গোয়া। সপ্তাহখানেক আগে গোয়ার এক পাঁচতারা হোটেলের কামরা থেকে অবিন্যস্ত অবস্থায় তাঁকে আটক করে গ্রেফতার করে পুলিশ। এই অভিনেত্রী বর্তমানে ছোটপর্দায় একটি জনপ্রিয় থ্রিলার সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে পুলিশকে বুঝিয়ে অভিনেত্রী দ্রুততার সঙ্গে ফের মুম্বই ফিরে এসেছেন।