নয়াদিল্লি: বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাতে হাত ধরে হাজির সলমন-ক্যাটরিনা! হ্যাঁ... ছবি তো সেরকম কথাই বলছে।
কিন্তু প্রাক্তন দুই প্রেমিক-প্রেমিকা সবার সামনে এমন স্বচ্ছন্দভাবে হাত ধরে পার্টিতে! এই ছবি অনেককেই অবাক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকের মনেই উঠছে প্রশ্ন, সংশয়।
ছবিটা আসল হলে সত্যিই হয়তো খুশি হতেন সলমন-ক্যাট অনুরাগীরা। কিন্তু বাস্তব অন্য কথা বলছে।
ছবিটি আর কিছুই নয়, এক ফটোশপ জিনিয়াসের কীর্তি। তিনি ইন্দোনেসিয়ার ডেবরি রিরি। ডেবরি পেশায় এডিটর। সেইসঙ্গে একজন বলিউড প্রেমিকও। তাঁর এই ছবি অনেক ক্যাট-সলমন অনুরাগীকেই খুশি করেছে।
দেখুন আসল ছবিটি। যেটিরই পুর্ননির্মাণ ঘটেয়েছেন ডেবরি।
Bollywood actor Katrina Kaif during the Iftar Party hosted by Baba Siddique in Mumbai, India on June 19, 2016.(Gautam Salvi/SOLARIS IMAGES)
একী! ইফতার পার্টিতে হাতে হাত ধরে সলমন-ক্যাটরিনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 07:38 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -