মুম্বই: নেতিবাচক প্রচারের মাধ্যমে ভাবমূর্তির ক্ষতি করার অভিযোগ নিয়ে স্বামী পুলকিত সম্রাটকে পাল্টা তোপ দাগলেন শ্বেতা রোহিরা। তিনি বলেছেন, এই অভিযোগে তিনি বিস্মিত এবং বিরক্ত। এরপর আর তাঁদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়। তিনি চাইছেন পুলকিত তাঁর কাছে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র পাঠিয়ে দিন। তিনি সই করে দেবেন। তবে তার আগে কিছু প্রশ্নের জবাব দিতে হবে পুলকিতকে।

 

বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন পুলকিত ও শ্বেতা। সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়, ‘সনম রে’ ছবির সহ অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে পুলকিতের। এরপর এই অভিনেতা অভিযোগ করেন, শ্বেতা ও তাঁর পরিবারের লোকেরা নেতিবাচক প্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছেন।

 

পুলকিতের এই আক্রমণের পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছেন শ্বেতা। তাঁর দাবি, তিনি সবসময় পুলকিতকে সমর্থন করে এসেছেন। তাই এখন কেন তাঁর বিরুদ্ধে প্রচার চালাবেন? এতে তাঁর কী লাভ? পুলকিতের এই মন্তব্যে তিনি আহত হয়েছেন।

ইয়ামিকেই তাঁদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেছেন শ্বেতা। তিনি বলেছেন, ফিল্মি দুনিয়া খুব ছোট। না চাইলেও অনেক খবরই তাঁ কানে আসে। তা সত্ত্বেও তিনি পুলকিতকে বিশ্বাস করেছিলেন। কিন্তু পুলকিত সবসময় দ্বৈত জীবন যাপন করে এসেছেন। তিনি দীর্ঘদিন শ্বেতাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে চাননি। এখন ইয়ামির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। পুলকিতকে বিয়ে করা তাঁর ভুল হয়েছিল। তিনি সেই ভুল বুঝতে পেরেছেন। তবে তার জন্য অনেক মূল্য দিতে হল।