লন্ডন: লর্ডস টেস্ট শুরুর ঠিক আগে স্লেজিং নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের সতর্ক করে দিলেন পাকিস্তানের পেস বোলার ওয়াহাব রিয়াজ। তাঁর দাবি, পাকিস্তানিরাই সবচেয়ে অভদ্র। তাই ইংল্যান্ডের কোনও ক্রিকেটার যদি তাঁদের উত্ত্যক্ত করেন বা খারাপ শব্দ উচ্চারণ করেন, তাহলে তার চেয়ে অনেক খারাপ ব্যবহার ফেরত পাবেন।
২০১০ সালের পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামছে পাকিস্তান। সেবারের সিরিজে লর্ডস টেস্টেই তৎকালীন অধিনায়ক সলমন বাটের নির্দেশে দুই পেসার মহম্মদ আমির ও মহম্মদ আসিফ ইচ্ছাকৃতভাবে নো বল করেছিলেন। ইংল্যান্ডের একটি সংবাদপত্রের স্টিং অপারেশনে এই স্পট-ফিক্সিং কাণ্ড ফাঁস হয়ে যায়। এরপরেই পাঁচ বছরের জন্য নির্বাসিত হন এই তিন ক্রিকেটার। আমিরকে কারাবাসের সাজাও ভোগ করতে হয়। সেই লর্ডসেই ফের খেলতে নামছেন আমির। ফলে এই ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে।
গতবারের টেস্ট সিরিজের পর দু দল যখন লর্ডসে একদিনের ম্যাচ খেলতে গিয়েছিল, তখন অনুশীলনে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ওয়াহাব এবং ইংরেজ ব্যাটসম্যান জোনাথন ট্রট। সেই ঘটনার কথা স্মরণ করেই ইংরেজদের সতর্কবার্তা দিয়েছেন ওয়াহাব। তিনি বলেছেন, সেবার একদিনের ম্যাচে রান পাচ্ছিলেন না ট্রট। সেই হতাশা থেকেই তিনি অভদ্র আচরণ করেছিলেন। এবার যেন ইংরেজরা সেরকম না করেন। পাকিস্তানিরা এমনিতে ভদ্র। কিন্তু কেউ অভদ্রতা করলে তাঁরা ছেড়ে দেবেন না। গোটা দল আমিরের পাশে আছে বলেও জানিয়েছেন ওয়াহাব।
আমরা ভদ্র, কিন্তু খেপিয়ে দিলে ছাড়ব না, ইংল্যান্ডকে হুঁশিয়ারি ওয়াহাব রিয়াজের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 08:17 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -