কলকাতা: তাঁদের সম্পর্কের জল্পনায় সরগরম টলিউড। কান পাতলেই শোনা যায়, একে অপরের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তাঁরা। জল্পনা বা সত্যি.. যাই থাকুক না কেন.. জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো আর বাধা নেই। তাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে বার্থডে বয় (Birthday Boy) সোহম মজুমদারকে (Soham Majumdar)-কে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Sholanki Roy)। অন্যদিকে, সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তী। তাঁর ছেলের জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন তিনি। আজ বিনোদন দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
সম্পর্কের জল্পনায় সিলমোহর? জন্মদিনে কাছাকাছি সোহম-শোলাঙ্কি
তাঁদের সম্পর্কের জল্পনায় সরগরম টলিউড। কান পাতলেই শোনা যায়, একে অপরের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তাঁরা। জল্পনা বা সত্যি.. যাই থাকুক না কেন.. জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো আর বাধা নেই। তাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে বার্থডে বয় (Birthday Boy) সোহম মজুমদারকে (Soham Majumdar)-কে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Sholanki Roy)। বাঙালি এই অভিনেতা বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে কাজ করছেন বলিউডে। কাজ করে ফেলেছেন প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই। আজ জন্মদিন অভিনেতা সোহমের, আর তাঁকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন 'বন্ধু' শোলাঙ্কি। অভিনেত্রী লিখছেন, 'আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। চিরকাল নিজের মধ্যের এই শিশুটাকে বাঁচিয়ে রেখো। এইরকমই বোকামি করে যাও আর যেমন দয়ালু ছিলে, তেমনই থেকো। জন্মদিনে সেই 'পিসেমশাই'-এর কথা আর বলছি না সেটা আসলে তুমি। জন্মদিনে অনেক ভালবাসা আর শুভেচ্ছা'। শোলাঙ্কির এই শুভেচ্ছাবার্তায় মজা করেই বার্থডে বয় সোহম মন্তব্য করেছেন, 'তুমি আমার ভিতরে থাকা পিসেমশাইয়ের মাসিমা।' সামনেই মুক্তি পাবে সোহমের নতুন ছবি, 'দুকান' (Dukaan)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে, মোনালি ঠাকুর (Monali Thakur)-কে। সময়ের সঙ্গে সঙ্গে সারোগেসি (Surrogacy)-র সঙ্গে পরিচিত হচ্ছে এই সমাজ। তবে সমাজ বলতে অত্যুক্তি হবে, বলা ভাল আধুনিক সমাজ। তবে যে সমাজ 'সারোগেসি' পদ্ধতির সঙ্গে পরিচিত কেবল, আবেগের সঙ্গে নয়? তাঁদের কাছে শুধুই কি এ এক ব্যবসা? একটা 'দুকান'? এই গল্পই বলতে আসছে নতুন বলিউড ছবি, 'দুকান'। পরিচালনায় সিদ্ধার্থ-গরিমা। সোহম ও মোনালি ছাড়াও এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে মণিকা পানওয়ার, সিকন্দর খের, হিমানি শিভপুরী, গীতিকা ত্যাগী।
'ফেলু বক্সী'-র শ্যুটিং সামলেই ছেলের জন্মদিনের পার্টির আয়োজন সোহমের, হাজির কে কে?
একদিকে রাজনীতি ও অন্যদিকে কেরিয়ার.. দুইই সামলাচ্ছেন তিনি। শুধু কি তাই? শুধু অভিনয় নয়... তিনি প্রযোজনাও করছেন নতুন ছবির। তবে এ তো তাঁর কাজের জায়গা। বাড়িতে তিনি এক্কেবারে ফ্যামিলি ম্যান। সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা-প্রযোজক। তাঁর ছেলের জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন তিনি। আপাতত নতুন ছবি 'ফেলু বক্সী'-র শ্যুটিংয়ে ব্যস্ত সোহম। তবে ছোট ছেলের জন্মদিন, তাই শ্যুটিং সামলে পরিবারের জন্য হাজির তিনি। বাঙালি ঘরোয়া আয়োজন থেকে শুরু করে পার্টি, সবেরই আয়োজন করেছিলেন সোহম। বেলুনে সাজানো হয়েছিল একটি রেস্তোরাঁর রুফটপ। সেখানেই করা হয়েছিল পার্টির আয়োজন। স্পাইডারম্যান, আয়রন ম্যান ও থর- থিমের কেক আনা হয়েছিল। ছবিতে দেখা গেল রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-কেও। তিনিও আমন্ত্রিত ছিলেন পার্টিতে। ছিলেন সোহমের স্ত্রী ও ছেলেও। তবে শুধু পার্টি নয়.. গরমে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল একটি পুল পার্টিরও। সব মিলিয়ে জমজমাট সোহম-পুত্রের জন্মদিনের পার্টি।