বিশাখাপত্তনম: বছর আসে, বছর যায়, কিন্তু জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডারের বিক্রম কমে না। প্রতি বছরই আইপিএলের মঞ্চে আন্দ্রে রাসেল (Andre Russell) নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন। এই বছরও সেই ধারা অব্যাহত। বুধবার বিশাখাপত্তনমও সাক্ষী থাকল রাসেল-মাসেলের। ১৯ বলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের (DC vs KKR) হয়ে খেললেন ৪১ রানের ইনিংস। আর এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেললেন রাসেল।


আইপিএলের সর্বকালীন তালিকায় রাসেলের স্ট্রাইক রেটই দ্বিতীয় সর্বাধিক। বড় বড় ছক্কা হাঁকানোয় সিদ্ধহস্ত তিনি। বুধবারও 'দ্রে রাস'র ব্যাটিং ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৫-রও বেশি। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল রাসেলের ইনিংস। এই ইনিংসের সুবাদে আইপিএলের সর্বকালীন রানসংগ্রাহকদের তালিকায় 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেললেন রাসেল। রাসেল ১১৫টি আইপিএল ম্যাচে ২৯.৯৬ গড়ে মোট ২৩৬৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.১১। সচিনের ৭৮ ম্যাচে সেখানে সংগ্রহ ২৩৩৪। গড় ৩৪.৮৩। অবশ্য সর্বকালীন তালিকায় রাসেল অনেক পিছনে (৪৪ নম্বরে) রয়েছেন।


চলতি মরশুমে কিন্তু বেশ ভালই ফর্মে রয়েছেন তারকা অলরাউন্ডার। ইতিমধ্যেই ২৩৮-র স্ট্রাইক রেটে ১০৫ রান করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, শতাধিক উইকেটও রয়েছে তাঁর দখলে। কালই কেকেআরের জার্সিতে নিজের শততম উইকেটটিও নিয়ে ফেলে রাসেল। সুতরাং, রাসেল যে কোনও দলেরই যে সম্পদ, তা আলাদাভাবে আর বলে দেওয়ার প্রয়োজন হয় না। 


 





 


দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করে অল্পের জন্য আইপিএলের সর্বাধিক রানের রেকর্ড নিজেদের নামে করার সুযোগ হাতছাড়া করে কেকেআর। তবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে ২৭২ রানের বিরাট স্কোর বোর্ডে খাড়া করে নাইট শিবির। সৌজন্যে সুনীল নারাইনের ৮৫ রানের ইনিংসের পাশাপাশি অঙ্গকৃষের ৫৪ ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ৪১ রানের ইনিংস। জবাবে বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়ে দিল্লিকে ১৬৬ রানেই অল আউট করে দেয়। ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৫৪ রানের ইনিংস ব্যতীত আর কেউ বলার মতো রান করেননি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: অবশেষে সেরেছে চোট! সপ্তাহান্তেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার