মুম্বই: নতুনের পূজারী বলিউডে নট থেকে চলচ্চিত্র- সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যায় সব। ব্যতিক্রম শুধু ‘শোলে’। '৭৫-এর ছবি দেখতে বসলে মনে হয়, আবার হাজারবার তা দেখা যায়। একইভাবে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে-র সেই সুপারহিট জুটি এখনও একইরকম ঘনিষ্ঠ বন্ধু।
ছবির ‘জয়’, ৭৪ বছরের মেগাস্টার অমিতাভ বচ্চন জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ‘বীরু’ ধর্মেন্দ্রকে। সেদিনের ‘গরম ধরম’ ৮১-তে পড়েছেন। ৭৫-এর যুবকরা আজ বৃদ্ধ। কিন্তু বন্ধুত্ব টাল খায়নি এতটুকু।




শুধু ‘শোলে’ নয়, একসঙ্গে ‘চুপকে চুপকে’-ও করে এই জুটি।