মুম্বই: শিশুদের নিয়ে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত শো নিষিদ্ধ হোক। ট্যুইট করলেন সুজিত সরকার। খ্যাতনামা পরিচালকের স্পষ্ট অভিমত, বাচ্চাদের শৈশব নষ্ট করে দিচ্ছে এ ধরনের টিভি শো। ওদের শরীর, মনের ক্ষতি যেমন হচ্ছে, তেমন শৈশবও হারাচ্ছে ওরা।

তিনি লিখেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ, অবিলম্বে বাচ্চাদের নিয়ে হওয়া যাবতীয় রিয়েলিটি শো নিষিদ্ধ করুন। ওদের আবেগ, অনুভূতি, কোমলতা সব শেষ করে দিচ্ছে রিয়েলিটি শো।




কিছুদিন আগেও পরীক্ষার মরসুমে বাচ্চাদের ওপর ভাল ফল করার জন্য কতটা অসহনীয় চাপ সইতে হয়, তা নিয়েও ''#রিলিজ দিপ্রেসার" নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন পিকু-র পরিচালক। উদ্দেশ্য ছিল, বাবা-মায়েরা যাতে উপলব্ধি করতে পারেন, সন্তানরা সেরা হওয়ার দৌড়ে নেমে কী চরম যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়।

তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, যে ভাবেই হোক, ভাল ফল করার জন্য প্রচণ্ড চাপ, প্রতিটি শহুরে বাচ্চাকে বেড়ে ওঠার বয়সে এই রুক্ষ বাস্তবের সামনে দাঁড়াতে হয়। একজন সচেতন অভিভাবক, নাগরিক ও এই ছবির পরিচালক হিসাবে আমার দৃঢ় বিশ্বাস, বিষয়টা শুধু আমাদের তোলাই উচিত নয়, যে শিশুদের এই বাস্তবের মোকাবিলা করতে হয়, ওদের কথা মাথায় রেখে সংবেদনশীলতার সঙ্গে তোলা প্রয়োজন।

পরিচালকের ভাবনা প্রসঙ্গে আপনার মতামত জানান নীচের কমেন্টস বক্সে