মুম্বই:আগে নিজেদের শুধরোতে হবে। তারপর না হয় সারা পৃথিবীকে নীতিজ্ঞান দেবেন। -- প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুজিত সরকারের এই ট্যুইট ঘিরে উত্তাল নেটদুনিয়া।

সম্প্রতি হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব হয়েছে সিনেদুনিয়াও। প্রতিবাদে উঠে আসছে নারীদের সম্ভ্রমরক্ষার প্রসঙ্গ। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক বলিউড শিল্পীই নৈতিকতার কথাও বলেছেন। সম্ভবত সেই প্রসঙ্গেই সুজিত সরকারের এই ট্যুইট। পরিচালক সোজাসুজি বলেননি কী প্রসঙ্গে তাঁর এই বার্তা। তবে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে বলিউডি শিল্পীদের প্রতিক্রিয়া নিয়ে তাঁর এই শ্লেষাত্মক পোস্ট।


তিনি লিখেছেন, ‘বলিউড, প্রথমে আমরা নিজেদের তো শুধরে নিই...তারপর না হয় দুনিয়াকে জ্ঞান দেব...নৈতিকতা নিয়ে নিশ্চয়ই জ্ঞান দেব বা প্রতিবাদও করব কিন্তু তার আগে নিজেদের চলচ্চিত্র সংক্রান্ত নীতির দিকে তাকাব...নিজেদের দ্বিচারিতাটুকু তো আগে শুধরে নিই।’
সুজিত সরকার কি বিশেষ কারও দিকে ইঙ্গিত করছেন? তা পরিষ্কার নয় একেবারেই।
নেটিজেনরা যদিও পরিচালকের ট্যুইটের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
কেউ কেউ আবার তীর্যকসুরে আইটেম গার্লদের প্রসঙ্গ টেনে এনেছেন!