কলকাতা: প্রথমবার একসঙ্গে লাবনি সরকার ,কমলেশ্বর মুখোপাধ্য়ায় ও সমদর্শী দত্ত। ছবির নাম 'আমাদের সম্পর্ক'। ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে এই ছবির শুটিং। পরিচালক অশোক মণ্ডলের এই ছবির গল্পটা ঠিক কেমন? চলুন জেনে নি।


একজন ডিভোর্সি বৃদ্ধা, তার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বসবাস করেন। অতঃপর মা, ছেলেকে নতুন বাড়ি তৈরির কথা বলে। শুরু হয় লোন নেওয়ার প্রক্রিয়াও। এসবের মধ্য়েই ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে থাকে মহিলার। এরবপরই গল্প মোড় নেয় অন্য়দিকে। নতুন বাড়ির গৃহপ্রবেশের দিনই সেই ম্য়ানেজার উপস্থিত হয় এবং ওই বাড়িতেই থাকার দাবি জানায়। স্বভাবতই এই প্রস্তাবে সকলে নিমরাজি হয়। তবে মহিলা, তার পাশে দাঁড়ান। কিন্তু কেন? এভাবেই এগিয়ে যায় গল্প।                   


এই ছবিতে গান গেয়েছেন শান ,রূপঙ্কর বাগচী,চৈতীপর্ণা দে ও অন্যান্য়রা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্য়োতি মিশ্র। লাবনি সরকার ,কমলেশ্বর মুখোপাধ্য়ায় ও সমদর্শী দত্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা দাস, অনুপ চক্রবর্তীসহ টলি পাড়ার একাধিক চেনা মুখেরা।                                                      


আরও পড়ুন...Abantika Biswas: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' এবার নাট্য়মঞ্চে, মুখ্য় চরিত্রে অবন্তিকা বিশ্বাস


প্রসঙ্গত, ডাক্তারি নিয়ে পড়াশোনা করলেন ইদানিং সিনেমার কাজেই সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন কমলেশ্বর মুখোপাধ্য়ায়। তাঁর পরিচালিত ছবি
উড়ো চিঠি, মেঘে ঢাকা তারা, চাঁদের পাহাড়, ক্ষত, ককপিট, আমাজন অভিযান দর্শকমহলে সমাদৃত হয়েছে। অন্য়দিকে খুব বেশি ছবিতে কাজ না করলেও নিজের অভিনয় প্রতিভার প্রমাণ একাধিকবার দিয়েছেন অভিনেতা সমদর্শী দত্ত। 'ইচ্ছে' ছবিতে তাঁর অভিনয় ভোলার মত নয়। পাশাপাশি সিনেমা ও ধারাবাহিক সবেতেই চুটিয়ে কাজ করে চলেছেন লাবনি সরকার। তাঁর ছবির সংখ্য়া গুনে শেষ করা যায় না। বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু হয়। আশির দশকের শেষভাগ থেকে বিভিন্ন বাংলা ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তিনি অন্তর্মহল নামে একটি গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেছেন।


'আমাদের সম্পর্ক' কবে মুক্তি পাবে এখনও জানা যায়নি।