কলকাতা: বিশাল আয়োজন নয়, কেবলমাত্র ঘনিষ্ঠদের নিয়েই বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের দিন শহরের বাইরের একটি বিলাসবহুল খামারবাড়িতে বিয়ে সেরেছিলেন টলিউডের অন্যতম চর্চিত এই জুটি। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিয়ের ছবি প্রকাশ্য়ে এলে প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন তাঁরা। শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) আর সোহিনী সরকার (Sohini Sarkar)। তবে প্রথম দফায় কেবল বিয়ের ছবি আর তারপরে বিয়ের পরে গৃহপ্রবেশ আর বৌভাতের ছবি সামনে এনেছিলেন শোভন-সোহিনী। তবে এই প্রথম, গায়ে হলুদের একটি সেলফি ভাগ করে নিলেন শোভন, সঙ্গে বিশেষ বার্তা। 


সোহিনীর যেদিন বিয়ে হয়েছিল, দফায় দফায় বৃষ্টি হয়েছিল কলকাতা তার আশেপাশের এলাকা জুড়ে। আর সেই বৃষ্টিতেই স্নাত শোভন-সোহিনী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন শোভন। সেখানে তাঁর গলায় ফুলের মালা, পরণে লাল পাঞ্জাবি। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন সোহিনী, দুজনেরই গায়ে হলুদের ছোঁয়া। ভিজে গায়ে, মাথায় লেগে রয়েছে ফুলের পাপড়ি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শোভন লিখেছেন, 'নতুনের মতো যেনো কেউ ....'। ছবিটিতে তিনি ট্যাগ করেছেন সোহিনীকে। এই ছবিতে শুভশ্রী লিখেছেন, 'সুন্দর'। রণিতা দুটি হৃদয়ের চিহ্ন এঁকে দিয়েছেন। 


১৫ জুলাই আইনি বিয়ে, মালাবদল সেরেছেন শোভন-সোহিনী। কলকাতা থেকে দূরে, কেবলমাত্র কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়েতে ছিল গান-বাজনা থেকে শুরু করে ঢালাও বাঙালি খাওয়ার আয়োজন। বিয়ের সকালে কনের অনুরোধে সবাই পরেছিলেন হলুদ পোশাক। কনে পরেছিলেন লাল সাদা শাড়ি। বিয়ের পরে শোভনের বাড়িতে চলে আসেন সোহিনী। পরেরদিন তাঁর ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল। একেবারে ঘরোয়াভাবেই সেই অনুষ্ঠান হয়। সন্ধেয় গোলাপি বেনারসিতে সেজেছিলেন সোহিনী। সেই ছবি শেয়ার করে সোহিনীর বার্তা, 'আগলে রাখব - যত্নে থাকব।' তবে গায়ে হলুদের কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। সেই ছবি প্রথম শেয়ার করে নিলেন শোভন।


 






আরও পড়ুন: Uttam-Sabitri: উত্তমকুমারের কাছে অ্যাডভান্স টাকা চেয়েছেন বাবা! লজ্জায় কথা বন্ধ সাবিত্রীর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।