মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: জমির কারবার নিয়ে বিবাদ। সেই বিবাদ থেকেই চলল গুলি। বৃহস্পতিবার রাতে ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হল কাঁকসার (Kanksa) গোপালপুরের বড় কালী মন্দির সংলগ্ন এলাকা। এই ঘটনা প্রথমে পুলিশ দুজনকে আটক করে, পরে মধ্যরাতে তাদের ছেড়ে দেওয়া হয়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর বড় কালী মন্দির এলাকার প্রদ্যুৎ লায়েক এবং বুদ্ধদেব পালের মধ্যে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তখনই প্রদ্যুৎ লায়েক এলাকার একটি লাইট পোস্টের আলোতে গুলি চালায়। এর জেরে ওই দুই পরিবারের মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপরই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল? তা নিয়েই উঠছে প্রশ্ন। 


আরও পড়ুন:  21 July History : ৩১ বছর আগে কী ঘটেছিল ২১ জুলাই ? কেন চলেছিল গুলি ? ফিরে দেখা রক্তাক্ত দিন


সূত্রের খবর, এই দুজনেই এলাকায় জমি কারবার সহ নানান অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে। আর সেই অবৈধ কারবারের দখল নিয়েই দু'জনের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকাতেই চলছিল দু'জনের মধ্যে বিবাদ। তখনই প্রদ্যুৎ লায়েক রাস্তার লাইটপোস্টে থাকা আলোতে গুলি চালায়। তারপরই দুই পরিবার এবং এলাকাবাসীর মধ্যে হাতাহাতি শুরু হয়। ওই আগ্নেয়াস্ত্রটি বেআইনি বলেও জানা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার প্রচুর পুলিশকর্মী। তারপর পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশ দুই অভিযুক্ত প্রদ্যুৎ লায়েক ও কালু পালকে আটক করে। শুক্রবার সকাল থেকেও গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।  ঘটনাটির তদন্ত চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।


আরও পড়ুন: Kunal On Suvendu : 'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রায় দিনই প্রদ্যুৎ ও কালুর মধ্যে গণ্ডগোল লেগেই থাকত। বৃহস্পতিবার তা চরম পর্যায়ে পৌঁছয়। নিজেদের মধ্যে চরম গণ্ডগোল চলাকালীন আচমকা রাস্তার ধারে লাইট পোস্ট লক্ষ্য করে গুলি চালায় প্রদ্যুৎ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্যই এই ঘটনা ঘটিয়েছে সে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয়রা।


আরও পড়ুন: Malda News: মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাবা-মা, ফোন পেয়ে বাড়ি এসে দেখেন বারান্দায় মেয়ের মৃতদেহ !