কলকাতা: বেশ কয়েকমাস ধরেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে শোভন-সোহিনীর সম্পর্কের খতিয়ান। তবে আগে নিজেদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁরা। কিন্তু তারপরেও বন্ধুত্বের সূত্রে কখন যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন দুজনে, সে খবর পেয়েছিলেন নেটিজেনরা। কয়েকমাস আগেই নিজের সমাজমাধ্যমে শোভনের ছবি পোস্ট করেন সোহিনী (Shovan-Sohini) আর তারপরেই অনুরাগী-নেটিজেনদের চর্চায় শোভন-সোহিনীর প্রেমের কাহিনি জমে ওঠে। তবে এবার এই প্রেমের সম্পর্ককে ঘিরে আরও একবার ট্রোলড হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, এই ছবির প্রথম ঝলক এক ঝলকে মনে করিয়ে দিল 'অ্যানিম্যাল' (Animal)-এর রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবি 'তুফান' (Toofan)। মুখ্য ভূমিকায় রয়েছেন শাকিব খান (Shakib Khan)। আজ প্রকাশ্যে এল, এই ছবির প্রথম ঝলক। আর সেখানে, লুক থেকে শুরু করে রগচটা মেজাজ, গোলাগুলি... সমস্ত কিছু যেন মনে করাল বলিউডের বিতর্কিত ছবি 'অ্যানিম্যাল'-কে। আজ বিনোদন দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় রইল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


'আগামী কয়েক বছরে হাফসেঞ্চুরি...' সোহিনীর সঙ্গে ছবি দিতেই ফের ট্রোলড শোভন ?


বেশ কয়েকমাস ধরেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে শোভন-সোহিনীর সম্পর্কের খতিয়ান। তবে আগে নিজেদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁরা। কিন্তু তারপরেও বন্ধুত্বের সূত্রে কখন যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন দুজনে, সে খবর পেয়েছিলেন নেটিজেনরা। কয়েকমাস আগেই নিজের সমাজমাধ্যমে শোভনের ছবি পোস্ট করেন সোহিনী (Shovan-Sohini) আর তারপরেই অনুরাগী-নেটিজেনদের চর্চায় শোভন-সোহিনীর প্রেমের কাহিনি জমে ওঠে। তবে এবার এই প্রেমের সম্পর্ককে ঘিরে আরও একবার ট্রোলড হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এখনও তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। আনুষ্ঠানিকভাবেই শোভন সোহিনী যে সম্পর্কে আছেন তা দুজনে সেভাবে জানাননি এখনও। জানা গিয়েছে এই বছরের শেষ দিকেই সম্ভবত গাঁটছড়া বাঁধতে চলেছেন শোভন-সোহিনী। সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের একত্রে একটি ছবি শেয়ার করেছেন শোভন (Shovan-Sohini) যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দুজনে একসঙ্গে বসে আছেন। বোঝাই যায় একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছেন তাঁরা। ছবিটিতে দেখা যায় সোহিনীর গায়ে কালো চাদর জড়ানো, পরনে হলুদ প্যান্ট আর হাতভর্তি চুড়ি। অন্যদিকে সোহিনীর পিছনেই বসে থাকা শোভনের গায়ে নীল রঙের পুল ওভার জ্যাকেট, হাতে একটি পানীয়ের গ্লাস। ছবির ক্যাপশনে সেভাবে কিছুই লেখেননি তিনি, শুধু তিনটে ইমোজি দিয়েই দায় সেরেছেন। তবে এই পোস্টকে ঘিরে ট্রোলিংয়ের বন্যা। এর আগে শোভন (Shovan-Sohini) অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন, তারপর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গেও সম্পর্কে জড়ান শোভন গঙ্গোপাধ্যায়। আর এই বারবার সম্পর্ক বদল নিয়েই কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।






 


কেউ বলছেন 'কেজিএফ', কারও মতে 'অ্যানিম্যাল'...'তুফান'-এর ঝলকে অচেনা শাকিব


এই ছবির প্রথম ঝলক এক ঝলকে মনে করিয়ে দিল 'অ্যানিম্যাল' (Animal)-এর রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবি 'তুফান' (Toofan)। মুখ্য ভূমিকায় রয়েছেন শাকিব খান (Shakib Khan)। আজ প্রকাশ্যে এল, এই ছবির প্রথম ঝলক। আর সেখানে, লুক থেকে শুরু করে রগচটা মেজাজ, গোলাগুলি... সমস্ত কিছু যেন মনে করাল বলিউডের বিতর্কিত ছবি 'অ্যানিম্যাল'-কে। এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকদের। কারণ এই ছবিতে কাজ করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।  এছাড়াও রয়েছেন, মাসুমা রহমান নাবিলা। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। তবে আজ যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে কেবলমাত্র দেখা গেল শাকিব খান আর চঞ্চল চৌধুরীকে। শাকিবের কাঁধ-ছোঁয়া চুল, ব্যবহার, আগুন-বন্দুক.. সবই মনে করাবে 'কেজিএফ' বা 'অ্যানিম্যাল'কে। রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে থাকছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। দুই নায়িকা আর এক নায়কের এই ছবি তৈরির কাজ শুরু চলছে। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন মিমি। আর, বাংলাদেশের ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে। 'তুফান'-এ কাজ করা নিয়ে মিমি বলেছিলেন, 'বহুবার, বহু অনুষ্ঠানে বাংলাদেশ গিয়েছি। কিন্তু কখনও ছবির কাজে যাওয়া হয়নি। বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনই ছিল। তিনটি প্রযোজনা সংস্থা যখন এই ছবিটার জন্য একসঙ্গে কাজ করছে, আশা করি ভাল কিছুই পাবে দর্শক। আমারও একটা দারুণ অভিজ্ঞতা হবে।'


 






আরও পড়ুন: Arijit Singh-Alia Bhatt: ভোট দিলেন অরিজিৎ, মেট গালায় নজরকাড়া আলিয়া, আজকের বিনোদনের সারাদিন