Tu Jhoothi Main Makkaar: নাচে-গানে বিয়ের আসর মাতাচ্ছেন রণবীর-শ্রদ্ধা, প্রকাশ্য়ে নতুন গান

Tu Jhoothi Main Makkaar: প্রকাশ্য়ে 'তু ঝুটি ম্য়ায় মক্কার' ছবির নতুন গান

Continues below advertisement

কলকাতা: পরিচালক লভ রঞ্জনের আসন্ন ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'(Tu Jhooti Main Makkar)-এর নতুন গান প্রকাশ্য়ে। গানের নাম 'শো মি দ্য় ঠুমকা'। প্রীতমের সুরে এই পার্টি সংটি গেয়েছেন সুখবন্ত সিং (Shashwat Singh) ও সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। এই গানটির লিরিক্স লিখেছেন অমিতাভ চট্টাচার্য (Amitabh Bhattacharya)।   

Continues below advertisement

  https://www.youtube.com/watch?v=KgpFBdapobY

আগামী ৮ মার্চ হোলি উপলক্ষে মুক্তি পাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'(Tu Jhooti Main Makkar)। এই গান ছাড়াও আরও একটি গান ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে। এর পাশাপাশি কদিন আগেই প্রকাশ্য়ে এসেছিল এই দুই তারকার ছেলেবেলার ছবি। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শ্রদ্ধা একগাল হাসি মুখে তাকিয়ে রয়েছে। অন্যদিকে, রণবীরের চোখ ক্যামেরায়। ছবিটি হালকা ঝাপসা হলেও দুই তারকাকে চিনতে অসুবিধা হয়নি নেটিজেনদের।যা আরও খানিকটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে। প্রকাশ্য়ে আসার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ার ভাইরাল হয়েছিল এই ছবি।        

বেশকিছু সময় পর বলিউডে মুক্তি পাচ্ছে রমকম ঘরানার ছবি, এবং পরিচালকের আসনে যখন লভ রঞ্জন তখন দর্শকদের উত্তেজনার পারদও তুঙ্গে। এর আগে তাঁর পরিচালিত ছবি 'প্য়ায়ার কা পঞ্চনামা' ও 'প্য়ায়ার কা পঞ্চনামা টু' সাড়া ফেলেছিল সিনেমহলে। এছাড়াও 'সনু কি টিটু কি সুইটি' ছবিটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।

আরও পড়ুন...    

'এই প্রথম কেউ ভাবলেন, বাঙালি হিসেবে আমায় সম্মানিত করা যায়', আপ্লুত রূপম

প্রসঙ্গত, শ্রদ্ধা কপূর প্রসঙ্গে একবার রণবীর কপূরকে (Ranbir Kapoor) বলতে শোনা যায়, 'আমি খুব ছেলেবেলা থেকেই শ্রদ্ধাকে (Shraddha Kapoor) চিনি। আমাদের বাবা-মায়েরাও একে অপরের বন্ধু। কিন্তু ওর সঙ্গে কাজ করে বুঝতে পারছি, ওর মধ্যে অনেক এনার্জি রয়েছে। লভকে (পরিচালক লভ রঞ্জন) এর জন্য ধন্যবাদ জানাবো যে, ও আমাদের দুজনকে এই ছবিতে কাজ করার সুযোগ দিয়েছে। শ্রদ্ধার সঙ্গে কাজের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। ভবিষ্যতেও আশা করি ওর সঙ্গে আরও কাজ করব।' শ্রদ্ধা কপূরও রণবীরের সঙ্গে কাজের প্রসঙ্গে বলেন, 'রণবীরের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা সবসময়ই ভালো। আর ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। সবসময়ই ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকব।'

দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola