মুম্বই: ফারহান আখতারের ফ্ল্যাট থেকে তাঁর বাবা শক্তি কপূর তাঁকে টেনে বার করে আনেন বলে যে খবর শোনা যাচ্ছে, তা অস্বীকার করলেন শ্রদ্ধা কপূর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই খবর ভিত্তিহীন গুজব ছাড়া কিছু নয়। মা বাবার সঙ্গে দিব্যি আছেন তিনি, লিভ ইন করার কোনও ইচ্ছে নেই।
খবর ছড়িয়েছিল, ফারহান আখতারের সঙ্গে লিভ ইন করার জন্য তাঁর বাড়ি গিয়ে উঠেছিলেন শ্রদ্ধা। কিন্তু তাতে বেজায় অসন্তুষ্ট বাবা শক্তি কপূর ও মাসি পদ্মিনী কোলাপুরী সেখান থেকে তাঁকে টেনে বার করে আনেন। প্রচণ্ড আপত্তি থাকলেও খোরাক হওয়ার ভয়ে শ্রদ্ধা বাবা-মাসির সঙ্গে গুটি গুটি ফিরে যান বাড়িতে। এ ব্যাপারে জানতে চাইলে পুরনো দিনের ভিলেন শক্তি কপূর অস্বীকার করেন যাবতীয় খবর। বলেন, এমন খবরে তিনি ও শ্রদ্ধা দু’জনেই নাকি খুব হেসেছেন।
আর এবার শ্রদ্ধা বললেন, প্রথমে এই খবর কানে আসতে তাঁর মজাই লেগেছিল। কিন্তু এ ধরনের ‘মিথ্যে’ খবর এত দূর ছড়ায় যে লোকে ভুলে যায়, তাঁরাও স্বাভাবিক মানুষ। অভিনয় জগতে থাকার জন্য লোকে তাঁদের সম্পর্কে টকঝাল খবর শুনতে চায় ঠিকই কিন্তু যখন সেই খবর তাঁর বাবা, মাসি ও সহ অভিনেতাকে নিয়ে, তখন সেটা বড় বেশি বাড়াবাড়ি।
লিভ ইন তো দূরের কথা, ফারহানের সঙ্গে তাঁর প্রেমের কথাও অস্বীকার করেছেন শ্রদ্ধা। তাঁর বক্তব্য, আদিত্য রায় কপূরের সঙ্গেও একবার তাঁর নাম জড়িয়েছিল। অভিনেতা অভিনেত্রীদের নাম সব সময় এর ওর সঙ্গে জড়ায়, এতে আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, তিনি থাকছেন ঠিকই কিন্তু তা বাবা মার সঙ্গে। যে বাড়িতে জন্মেছেন, বড় হয়েছেন, সেখানেই থাকছেন তিনি।
তবে কেউ যদি লিভ ইন করেন, তবে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার বলেও মন্তব্য করেছেন শ্রদ্ধা।
সত্যিই ফারহানের বাড়ি থেকে শক্তি কপূর টেনে বার করেন তাঁকে? মুখ খুললেন শ্রদ্ধা
ABP Ananda, Web Desk
Updated at:
02 Jan 2017 09:04 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -