মুম্বই: ‘রক অন টু’ বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেনি। শোনা যাচ্ছে, ছবির নায়িকা শ্রদ্ধা কপূরের পরিবার এ জন্য প্রযোজক রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের ওপর অত্যন্ত অসন্তুষ্ট। শক্তি কপূররা চেয়েছিলেন, নোট বাতিলের জেরে বাজারে যখন মন্দা, তখন ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হোক। কারণ ইচ্ছে থাকলেও মন্দার জেরে বেশি লোক সিনেমাহলে যেতে পারবেন না বলে তাঁদের মনে হয়। বরং কিছুদিন পরে ‘রক অন টু’ মুক্তি পেলে অনেক বেশি লোক হলে যেতে পারবেন।
কিন্তু সেই যুক্তি কানে তোলেননি দুই প্রযোজক। তাঁদের ধারণা ছিল, নোট বাতিল সত্ত্বেও হিট করবে ‘রক অন টু’। ১১ নভেম্বর, নোট বাতিলের ঠিক ৩দিনের মাথায় ছবিটি মুক্তি পায় এবং তা মোটেই আশানুরূপ চলেনি।
নির্মাতাদের এই একগুঁয়েমিতে অত্যন্ত অসন্তুষ্ট শ্রদ্ধার বাবা মা। তাঁদের মনে হচ্ছে, মেয়ের একের পর এক হিট ছবির কেরিয়ারে ‘রক অন টু’ কালো দাগ ফেলে দিল।
‘রক অন টু’-র অন্যতম চরিত্র অর্জুন রামপালও মন্তব্য করেছেন, ছবি মুক্তির সময়টা ঠিক ছিল না। তাঁরও ধারণা, নোট বাতিল না ঘটলে ছবি ভাল চলত।
‘রক অন টু’ নির্মাতাদের ওপর অসন্তুষ্ট শ্রদ্ধা কপূরের পরিবার
ABP Ananda, Web Desk
Updated at:
03 Dec 2016 12:15 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -