কিন্তু সেই যুক্তি কানে তোলেননি দুই প্রযোজক। তাঁদের ধারণা ছিল, নোট বাতিল সত্ত্বেও হিট করবে ‘রক অন টু’। ১১ নভেম্বর, নোট বাতিলের ঠিক ৩দিনের মাথায় ছবিটি মুক্তি পায় এবং তা মোটেই আশানুরূপ চলেনি।
নির্মাতাদের এই একগুঁয়েমিতে অত্যন্ত অসন্তুষ্ট শ্রদ্ধার বাবা মা। তাঁদের মনে হচ্ছে, মেয়ের একের পর এক হিট ছবির কেরিয়ারে ‘রক অন টু’ কালো দাগ ফেলে দিল।
‘রক অন টু’-র অন্যতম চরিত্র অর্জুন রামপালও মন্তব্য করেছেন, ছবি মুক্তির সময়টা ঠিক ছিল না। তাঁরও ধারণা, নোট বাতিল না ঘটলে ছবি ভাল চলত।