মুম্বই: কাকতালীয় ব্য়াপারই বটে। শ্রদ্ধা কপূরকে তলব করে যখন বলিউডে মাদক চক্রের হাত কতদূর প্রসারিত, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে ওই চক্রের যোগ ছিল কিনা, তার হদিশ পেতে শনিবার দীর্ঘক্ষণ জেরা করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), তখন তাঁর বাবা শক্তি কপূর একটি ছবিতে নার্কোটিক্স অফিসারের ভূমিকায় অভিনয় করছেন বলে খবর। সুশান্তের জীবনই নতুন ছবিটির অনুপ্রেরণা। ছবির নাম ন্যায়-দি জাস্টিস। পরিচালক দিলীপ গুলাটি। ঘটনাচক্রে এই ছবি নির্মাণে সহায়তা করছেন সরলা এ সারাওগি, যাঁর স্বামী অশোক এম সারাওগি চলতি তদন্তে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির প্রতিনিধিত্ব করছেন।
ছবির লিড অভিনেতা জুবের কে খান সংবাদ সংস্থাকে বলেছেন, আমন ভার্মা থাকছেন ইডি অফিসারের চরিত্রে, শক্তি কপূর স্যর নার্কোটিক্স অফিসার ও সুধা চন্দ্রনজি সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন। তবে এই তিনজন এখন শ্যুটিং শুরু করেননি। জুবেরের চরিত্রটির নাম মহেন্দ্র সিংহ বা মাহি। চরিত্রটি তৈরি হয়েছে সুশান্তের আদলে। ঊর্বশী নামে একটি চরিত্র থাকছে, যেটি বাস্তবে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তুলে ধরবে। এই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া শুক্লা। পাশাপাশি সুশান্তের জীবনে নানা পর্বে সারা আলি খান, অঙ্কিতা লোখান্ডে, কৃতী শ্যাননের মতো তাঁর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, ছিলেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান, প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিও। এঁদের চরিত্রে কারা কারা অভিনয় করবেন, সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শ্যুটিং শুরু হয়েছে এবং আরও চরিত্রকে অন্তর্ভুক্ত করা দরকার হচ্ছে বলে স্টোরিলাইনও দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন জুবের। সুশান্তের ১৪ জুন মৃত্যু হয়। তার ৬দিন আগে ৮ জুন মারা যান দিশা। ছবিতে দিশার চরিত্রে দেখা যাবে প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোমি খান।
ঘটনাচক্রে সুশান্তের মৃত্যুটা স্বাভাবিক, তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল নাকি খুন করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর তাতে নতুন মাত্রা যোগ হয়েছে বলিউডে মাদক চক্রের যোগসাজশের প্রশ্ন ঘিরে। ছবিতে এই দিকটিও তুলে ধরা হবে।
সুশান্তের জীবন নিয়ে নতুন ছবিতে নার্কোটিক্স অফিসারের চরিত্রে শক্তি কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2020 09:54 PM (IST)
সুশান্তের জীবনে নানা পর্বে সারা আলি খান, অঙ্কিতা লোখান্ডে, কৃতী শ্যাননের মতো তাঁর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, ছিলেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান, প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিও। এঁদের চরিত্রে কারা কারা অভিনয় করবেন, সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -