কলকাতা: একটা সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল 'সিআইডি' (CID)। বছরের পর বছর ধরে এই শো-টি চলেছে ছোটপর্দায়। মাঝখানে সেই শো-টি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এত বছর পরে আবার ফিরে এসেছে 'সিআইডি'। এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman), অভিজিৎ (Abhijit) ও দয়া (Daya)-র সমীকরণে এখনও পছন্দ করেন দর্শকেরা। এর আগে, ইউটিউবে 'সিআইডি'-র বিভিন্ন এপিসোড ছিল। তবে এবার ওটিটিতেই দেখা যাচ্ছে 'সিআইডি ২'। আর সদ্য এই ধারাবাহিকের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা দেখে নস্ট্যালজিক হয়েছেন দর্শকেরা। কিন্তু কেন?

একটি এপিসোডের ভিডিও সদ্য প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সিআইডি-র ব্যুরো-তে এসেছে শ্রেয়া। কে এই শ্রেয়া? যাঁরা সিআইডি দেখেন, তাঁরা জানেন, একটা সময়ে দয়া ও শ্রেয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু একে অপরকে প্রেমের কথা কখনও বলেনি তারা। যখনই দয়া আর শ্রেয়া একে অপকে প্রেমের কথা বলতে গিয়েছে, তখনই তাদের মধ্যে কোনো না কোনও ভুল বোঝাবুঝি হয়েছে। দয়া আর শ্রেয়ার এই সম্পর্কের কথা সিআইডি-র সবাই জানত। সবাই চাইত দয়া আর শ্রেয়ার সম্পর্ক পরিণতি পাক। কিন্তু তা হয়নি।

সদ্য মুক্তি পাওয়া ক্লিপিংসে দেখা যাচ্ছে, দীর্ঘদিন পরে সিআইডি-তে এসেছে শ্রেয়া। সঙ্গে তার একরত্তি মেয়ে। দয়া সহ সবাই শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায়। দয়া গিয়ে শ্রেয়ার মেয়েকে কোলে তুলে নেয়। আর শ্রেয়া তা বিভোর হয়ে দেখতে থাকে। তবে শ্রেয়া কেন এত বছর পরে সিআইডি-তে ফিরে এল, কেনই বা সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে এল এ সবই এখন ধোঁয়াশা। তবে সোশ্যাল মিডিয়ায় ফের দয়া আর শ্রেয়াকে একসঙ্গে দেখে আবেগে ভেসেছে মানুষ।

অনেকেই মনে করছেন, ফের সিআইডি-তে ফিরবে শ্রেয়া। অনেকে আবার মনে করছেন, এই চমক কেবল একটা এপিসোডের জন্যই। ফের হারিয়ে যাবে শ্রেয়া। অনেকে আবার বলেছেন, 'দয়ার জীবনের শেষ না হওয়া এক গল্প।' অনেকে লিখেছেন, 'আমরা সবাই চাই ওরা আমার মিলে যাক একসঙ্গে। দয়া আর শ্রেয়াকে পাশাপাশি দেখে একটা সুন্দর পরিবার বলে মনে হচ্ছে।