কলকাতা : এখন অনেকটাই স্থিতিশীল শ্রেয়স (Shreyas Talpade)। আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। অভিনেতার স্ত্রী দীপ্তি জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ আছেন শ্রেয়স তলপড়ে। সমাজমাধ্যমে অভিনেতার সুস্থতার সংবাদ জানান দীপ্তি। বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স তলপড়ে, সঙ্গে ছিলেন তার স্ত্রী দীপ্তিও। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী। তবে এখন আশার আলো দেখে মুখে খানিক হাসি ফুটেছে তার। সূত্রের খবর, অন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি (Angioplasty) করা হয়েছে অভিনেতার।


'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল। সেই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সেরে বাড়ি ফিরতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। জানা গিয়েছে, ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাঁর হৃদযন্ত্র। তবে খুব শীঘ্রই তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। সমাজমাধ্যমে শ্রেয়সের স্ত্রী দীপ্তি লেখেন, 'আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ।' একইসঙ্গে শুভানুধ্যায়ীদের এই মর্মে ধন্যবাদ দিয়েছেন তিনি, জানিয়েছেন কৃতজ্ঞতাও।


সূত্রের খবর, গোটা দিন তিনি শ্যুটিং করেছেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাসমতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে, এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই অসাড় হয়ে যান শ্রেয়স।


বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। বর্তমানে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতেই অভিনয় করছেন শ্রেয়স তলপড়ে। ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে