Motorola Smartphone: মোটোরোলা 'জি' সিরিজের দুটো ফোন লঞ্চ হতে চলেছে। এবার আসছে মোটো জি২৪ পাওয়ার এবং মোটো জি৩৪। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের এই দুই ফোনে হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও মোটো জি২৪ পাওয়ার এবং মোট জি৩৪- এই দুই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে কার্ভ এজ থাকতে পারে। এর সঙ্গে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকার কথাও শোনা গিয়েছে। মোটো জি২৪ পাওয়ার এবং মোটো জি৩৪- এই দুই ফোন কবে, কোথায় প্রথম লঞ্চ করবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। মোটো জি২৪ পাওয়ার ফোনটি লঞ্চ হতে চলেছে মোটো জি২৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে। অন্যদিকে মোটো জি৩৪ লঞ্চ হতে চলেছে মোট জি৩২ ফোনের সাকসেসর হিসেবে।


MySmartPrice- এর রিপোর্টে মোটো জি২৪ পাওয়ার এবং মোটো জি৩৪ ফোনের ডিজাইন, রঙ, ফিচার এগুলি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। মোটো জি২৪ পাওয়ার ফোন লঞ্চ হতে চলেছে রুপোলি এবং গাঢ় নীল রঙে। অন্যদিকে মোটো জি৩৪ ফোন লঞ্চ হতে চলেছে গাঢ় নীল এবং হাল্কা নীল- এই দুই রঙে। দুটো ফোনেই থাকবে হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে এবং ওই কাট আউটেই সজ্জিত থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোন দুটির রেয়ার প্যানেলে থাকবে গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব এবং কার্ভ এজ থাকবে। মোটোরোলা 'জি' সিরিজের এই দুই ফোনে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেখা যাবে ফোনের বাঁদিকের সাইডে। আর সিম কার্ড ট্রে থাকবে ফোনের ডানদিকের সাইডের অংশে। 


মোটোরোলা জি২৪ পাওয়া এবং মোটোরোলা জি৩৪- এই দুই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। ক্যামেরা ইউনিটে এলইডি ফ্ল্যাশ থাকার কথা রয়েছে। ফোন দুটির রেয়ার প্যানেলে উপরের দিকে বাঁদিকের কোণে থাকবে ক্যামেরা মডিউল। সেকেন্ডারি ক্যামেরা সেনসর সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। মোটো জি২৪ পাওয়ার মডেলে হেডফোন জ্যাক রয়েছে ফোনের উপরের দিকে। আর মোটো জি৩৪ ফোনে হেডফোন জ্যাক রয়েছে ফোনের নীচের দিকে। এর সঙ্গে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল। দুই ফোনেরই ব্যাক প্যানেলে থাকবে মোটোরোলা সংস্থার লোগো। 


আরও পড়ুন- ভিডিও কল চলাকালীনই শোনা যাবে গান, শেয়ার করা যাবে মিউজিক ভিডিও, হোয়াটসঅ্যাপে আসছে নয়া সুবিধা