মুম্বই: বলিউডে ফের ক্রিকেটারের বায়োপিক আসতে চলেছে। এবার ভারতীয় ক্রিকেটারের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। আজ সেই ছবির পোস্টার মুক্তি পেল।
সতেরো বছর আগে 'ইকবাল' ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। সতেরো বছর পর ফের একজন ক্রিকেটারের চরিত্রে। তবে তফাত একটাই। এবার ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে। ইতিমধ্যেই নেট মাধ্যমে মুক্তি পেয়েছে 'কৌন প্রবীণ তাম্বে' (Kaun Pravin Tambe?) ছবির পোস্টার। ক্রিকেটার প্রবীণ তাম্বের চরিত্রে এই বায়োপিকে অভিনয় করা প্রসঙ্গে শ্রেয়স তলপড়ে বলেন, 'ইকবাল ছবির সতেরো বছর পর ফের কোনও ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে আমাকে। পর্দায় প্রবীণ তাম্বেকে ফুটিয়ে তুলতে পারা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। যে গল্প আমাকে শোনানো হয়েছে, তা পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে সারাজীবনের সেরা সুযোগ। ছবির প্রতিটা মুহূর্ত আমি শুধু উপভোগই করিনি, ভালোবেসেছি। বুটরুম স্পোর্টস এবং ফক্স স্টার স্টুডিওজের কাছে আমি এর জন্য কৃতজ্ঞ থাকব সারাজীবন। অত্যন্ত প্রতিভাবান পরিচালক জয়প্রদ আমাকে এই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।'
আগামী ১লা এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'কৌন প্রবীণ তাম্বে' ছবিটি। শ্রেয়স তলপড়ে আরও বলেন, 'পর্দায় প্রবীণ তাম্বের চরিত্রে অভিনয় করা আমার কাছে গর্বের। আশা করি দর্শ ছবিটি শুধুমাত্র উপভোগই করবেন না, তার সঙ্গে এই ছবির প্রতিটা মুহূর্তের সঙ্গে একাত্ম হয়ে যাবেন।' শ্রেয়স তলপড়ে ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আশীষ বিদ্যার্থী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জলী পাতিলকে।
ক্রিকেটার প্রবীণ তাম্বে কী বলছেন তাঁকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক প্রসঙ্গে? তিনি বলেন, 'আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে আমার জীবনের গল্প অনেককে প্রেরণা দিয়েছএ আর যা নিয়ে ছবি তৈরি হচ্ছে। আমি শুধু চাই আরও অনেক মানুষ এভাবেই প্রেরণা পান আর নিজের নিজের স্বপ্ন পূরণ করুন। কখনও কোনও পরিস্থিতিতেই যেন নিজের স্বপ্নকে আন্ডাএস্টিমেট না করা হয়, সেটাই বলব। আমার পরিবারের সদস্যরা এবং প্রিয়জনেরা পর্দায় আমার গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর ছবি মুক্তির ওই দিনটি আমার কাছে সবসময় বিশে, দিন হয়ে থাকবে।' হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আগামী ১লা এপ্রিল মুক্তি পাবে 'কৌন প্রবীণ তাম্বে?'