কলকাতা: এই গল্প যেন আমাদের রোজের জীবনের। নিজের গল্প অথবা পাশের বাড়ির কোনও কাকিমা বা বৌদির গল্প। সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলা আর হারিয়ে ফেলেও খুশি থাকা কোনও এক গৃহবধূর গল্প। পরিচালক অর্জুন দত্ত (Arjun Dutta) পর্দায় নিয়ে আসছেন এমনই একটা ছবিকে। ছবির নামটিও বেশ মানানসই। শ্রীমতী (Shrimati)। এই ছবির হাত ধরে প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।


সদ্য মুক্তি পেয়েছে 'শ্রীমতী'-র ট্রেলার। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন আরও এর জনপ্রিয় অভিনেত্রী। তৃণা সাহা (Trina Saha)। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার  প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।


প্রেম করে বিয়ে, তারপর চুটিয়ে সংসার.. শ্রীমতী-র স্বপ্ন ছিল এটাই। অন্তত ট্রেলার তাই বলছে। একজন ছাপোষা গৃহবধূ যাঁর কাছে সংসার আর বিশ্রাম নেওয়া দুইই খুব প্রিয়। কিন্তু বাকিরা ব্যস্ত তাঁকে রোগা করতে। আর তাই সবার জিম, দুুপুরের ঘুমে কাঁচি, পছন্দের খাবার খাওয়া নয়.. আরও কত কি। কিন্তু নিজের খেয়াল রাখতে গিয়ে কী নিজেকের ব্যক্তিসত্ত্বাকেই হারিয়ে ফেলবে শ্রীমতী। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কী দূরত্ব বেড়ে যাবে? উত্তর দেবে ছবির গল্প।


আরও পড়ুন: Sonam Kapoor Birthday: জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সোনমকে খোলা চিঠি অনিল কপূরের


ছবিতে শ্রীমতীর ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্রীমতীর স্বামী অনিন্দ্যর ভূমিকায় সোহম চক্রবর্তী। শ্রীময়ীর ছেলে কুট্টুস। বন্ধু মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা বিস্ত সেনগুপ্ত। শ্রীমতীর শাশুড়ি প্রতিমার ভূমিকায় রয়েছেন দেবযানী বসু। ননদ বৃষ্টির ভূমিকায় দেখা যাবে তৃণা সাহাকে। গৃহ সহকারী কাজলের ভূমিকায় রয়েছেন খেয়া চট্টোপাধ্যায়।


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান 'শোন শোন'। নতুন এই গানে শোনা গিয়েছে সোমলতার গলা। সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা ও সুর দুটোই সৌম্য রিতের। ওর সঙ্গে এই প্রথম আমার কাজ। গানের কথা এবং সুরটা প্রথমবার শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি রাজি হয়ে যাই।'