কলকাতা: আতশ কাচের তলায় টলিউড। একের পর এক হেনস্থার অভিযোগ সামনে আসছে বারে বারে। থানায় দায়ের হয়েছে এফআইআর-ও। আর পারিপার্শ্বিক সেই পরিস্থিতিতেই একজন মানুষকে নিয়ে ভীষণ গর্বিত অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। তিনি আর কেউ নন, তাঁর স্বামী স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু পেশায় পরিচালক। আর তাঁর জন্মদিনেই, খোলা চিঠি লিখলেন শ্রুতি। কী রইল তাতে? 


শ্রুতি, স্বর্ণেন্দুকে নিয়ে একটি লম্বা চিঠি লিখেছেন। তাঁর কথায়, 'আজ সেই বিশ্বাসযোগ্য পরিচালকের জন্মদিন যার কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেকনিশিয়ানরা নিরাপদ এবং আমি গর্বিত হই এটা শুনে যে - “স্বর্ণ দা স্টুডিও না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালো লাগে না”। শ্রুতি আরও বলেছেন, যেখানে একাধিক পরিচালক বা অভিনেতাদের বিরুদ্ধে 'মিটু' (Me Too) -এর অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি স্বর্ণেন্দুর জন্য গর্বিত। তিনি গর্বিত যে তিনি এমন একজন মানুষের স্ত্রী।


শ্রুতি এবং স্বর্ণেন্দুর প্রেম দীর্ঘদিনের। তাঁদের সম্পর্ক নিয়ে তাঁদের কম কটাক্ষের স্বীকার হতে হয়নি। তাঁদের বয়সের পার্থক্য অনেকটা বেশি। শ্রুতি প্রথম কাজ শুরু করেছিলেন স্বর্ণেন্দুর পরিচালনাতেই। সেখান থেকেই প্রেমের শুরু তাঁদের। শ্রুতির তরফ থেকেই প্রথম এসেছিল প্রেমের প্রস্তাব। আর তারপরেই তাঁদের প্রেম শুরু। কয়েক বছর প্রেমের পরে, ধারাবাহিক চলাকালীনই আইনি বিয়ে সারেন শ্রুতি ও স্বর্ণেন্দু। কার্যত আড়ালেই বিয়ে করেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। আপাতত কলকাতার বুকে ফ্ল্যাট কিনে সংসার পেতেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। শ্রুতির বাবা-মাও থাকেন শ্রুতির সঙ্গেই। সব মিলিয়ে এখন বেশ সুখেরই সংসার শ্রুতির। তবে এদিন শ্রুতির খোলা চিঠিতে রইল তাঁর আগে শোনা বিভিন্ন কটাক্ষের জবাবও। শ্রুতিকে অনেকেই সুযোগসন্ধানী বা লোভী বলে কটাক্ষ করেছেন স্বর্ণেন্দুর সঙ্গে সম্পর্কের জন্য। শ্রুতির কথায়, 'হ্যাঁ আমি লোভী... গুণী মানুষদের সান্নিধ্য পাওয়ার জন্য।'


 






আরও পড়ুন: New Serial Update: পর্দায় ফের অ্যানমেরি ও সিদ্ধার্থ জুটি, ধামাচাপা রহস্য পুনরুদ্ধারে আসছে নতুন ধারাবাহিক 'দেবীবরণ'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।