ইসলামাবাদ: ভারতের মাটিতে পাকিস্তানের একের পর এক হানাদারির জেরে ভারতের মাটিতে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে তাঁর। মাসখানেকের মধ্যে মুক্তি পেতে চলেছে তাঁর বলিউডি ছবি ‘রইস’। ছবির প্রমোশন জোর কদমে চললেও তাঁর তাতে যোগ দেওয়ার অনুমতি নেই। মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে সেই বোঝাপড়াতেই ছবিটি মুক্তির অনুমতি পেয়েছেন নির্মাতারা। তবে বসে নেই মাহিরা খান। নিজের মত করেই ছবির প্রচার চালাচ্ছেন তিনি।
টুইটারে এই ছবিটি শেয়ার করেছেন মাহিরা। যে টিশার্টটি তিনি পরে রয়েছেন, তাতে লেখা ‘রইস’-এ তাঁর একটি ডায়ালগ।
এত কিছুর পরে বলিউডে আর চিঁড়ে ভিজবে কি মাহিরার? সম্ভাবনা বিশেষ আছে বলে মনে হয় না।