নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান। বিয়ে নয়, বাগদান সেরেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন দুই তারকা। দু'জনের হাতেই দেখা গেল বিয়ের আংটি। (Engagement Announced) 


'ENGAGED' অদিতি ও সিদ্ধার্থ


তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে বহুদিনই। তবে প্রকাশ্যে কেউ কখনও মুখ খোলেননি। যদিও প্রায়ই একসঙ্গে তাঁদের দেখা যেত। এমনকী একসঙ্গে ঘুরতে গিয়ে ছবিও পোস্ট করেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। সেই থেকেই গাঢ় হয় জল্পনা। প্রায়ই তাঁদের একসঙ্গে মজার রিলে ভালবাসা জানাতেন অনুরাগীরা। তবে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রেখেছিলেন তাঁরা। এবার একেবারে আংটি বদল সেরেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা। সম্পর্কের জল্পনা থেকে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরুর জল্পনা, সবেতেই একসঙ্গে সিলমোহর দিলেন অদিতি ও সিদ্ধার্থ। 


 



গতকাল, বুধবার খবর ছড়িয়ে পড়ে যে বিয়ে সেরেছেন অদিতি ও সিদ্ধার্থ। তবে আজ তাঁদের পোস্ট দেখে স্পষ্ট যে বিয়ে নয়, বাগদান সেরেছেন তাঁরা, যদিও একেবারেই চুপিসাড়ে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করেন, যেখানে দুই তারকার হাতে উজ্জ্বল আংটি। লেখেন, 'শি সেড ইয়েস। এনগেজড।' অর্থাৎ, প্রস্তাব গৃহীত হয়েছে। বাগদান সারা হয়েছে। একই ছবি পোস্ট করে অদিতি লেখেন, 'হি সেড ইয়েস। এনগেজড।' স্বভাবতই শুভেচ্ছার বন্যা তাঁদের পোস্টে। ইন্ডাস্ট্রির অজস্র সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই ভালবাসায় ভরিয়েছেন তাঁদের। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। 


আরও পড়ুন: Top Social Post: অন্ধ গোয়েন্দার ভূমিকায় চঞ্চল, বাবা সিদ্দিকির পার্টিতে ঋতাভরী, দেখুন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি


২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী 'মহা সমুদ্রম' ছবির সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, সব দেখে তাঁদের মধ্যে সম্পর্কের আন্দাজ করতে পারেন সকলে। তাঁদের একসঙ্গে দেখতে অনুরাগীরা বেশ পছন্দই করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।