কলকাতা: শোকজের পরেও ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলকে (TMC) আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। একটি চিঠি দিতে তৃণমূলের ১০ জন গেছেন। কী এমন হয়ে গেছে, যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরাও তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কী না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না, কান মুলে দিতে বলি না। রাস্তায় রাজনীতি করতে পারছ না বলেই নির্বাচন কমিশনে যেতে হচ্ছে। তৃণমূলকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের। 


এদিকে, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর জারি হয়েছে নির্বাচনী বিধি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায়, দলের পর দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় ঘরে বাইরে সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ।  


মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ।
ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবারই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ঘটনায় শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকে। ২৯ তারিখ বিকেল ৫টার মধ্যে তাঁর জবাব চাওয়া হয়েছে। 


এদিকে, নির্বাচন কমিশনের পর রাতেই দলের পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে। 


অন্যদিকে, দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ। কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন? আমার ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে, অসংসদীয় হলে আমি দুঃখিত। যে ভণিতা করে, অন্যায় করে, আমি তার প্রতিবাদ করি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই? শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে? কথায় কথায় মহিলা কার্ড খেলার প্রতিবাদ করেছিলাম। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ নিয়ে বিজেপির শোকজ প্রসঙ্গে মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের।


তবে, দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল।