মুম্বই: সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিয়ে নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে। শুধু বিয়ের তারিখ নয়, হাওয়া ভাসছে, পাকা হয়ে গিয়েছে বিয়ের ভ্যেনুও। কোন রাজপ্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা, সেই ছবিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শেষ মুহূর্তে কী বেঁকে বসলেন সিদ্ধার্থ?
আজ একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিদ্ধার্থকে। আপাতত নিজের নতুন ছবি মিশন মজনু (Mission Majnu)-র প্রচারে ব্যস্ত তিনি। বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে হঠাৎ সিদ্ধার্থ বলে ওঠেন, কেউ আমায় এই বিয়েতে আমন্ত্রণই জানায়নি। অনুরাগীরা বলছেন বটে, কিন্তু আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বিয়ের দিন সম্পর্কেও পড়েছি। বেশ কিছুক্ষণ ভেবেওছি বিষয়টা নিয়ে। আমার কি সত্যিই বিয়ে হচ্ছে?' শেষে সিদ্ধার্থ অনুরোধ করেন বিয়ে বা তাঁর অন্য সমস্ত ব্যক্তিগত বিষয়কে ছেড়ে যদি দর্শকেরা যেন তাঁর সিনেমা নিয়ে কথা বলেন বা আলোচনা করেন।
আরও পড়ুন: Rakhi Sawant: মিথ্যে নয়, আইনত বিয়ে সেরেছেন রাখী, জানালেন আইনজীবী
সদ্য কনের বেশে একটি শ্যুটিং করেছেন কিয়ারা। সেটি অবশ্য একটি বিজ্ঞাপনী সংস্থার জন্য। এই বিজ্ঞাপন যেন অগ্নিতে ঘ্রীতাহুতী করেছে। কনের বেশে কিয়ারাকে দেখে দর্শকেরা ভেবেছিলেন, সামনেই তাঁদের বিয়ে। কিন্তু আজ সিদ্ধার্থ বিয়ের জল্পনা কার্যত উড়িয়ে দিলেন।
এর আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। বিয়ের দিন শুধু নয়, বিয়ের ভেনুও এক্কেবারে পাকা। রাজস্থানের জয়সলমীরে হবে বিয়ে । ওই রিপোর্ট অনুসারে "সিদ্ধার্থ এবং কিয়ারা ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৪ এবং ৫ ফেব্রুয়ারি হবে। সেখানেই হবে অতিথি সমাগম। সম্পন্ন হবে মেহেন্দি, হলদি এবং সঙ্গীত অনুষ্ঠান ।
বিবাহ ৬ তারিখ। সাত পাক হবে প্যালেস হোটেলে । এই বছরের অন্যতম বিগ ফ্যাট ওয়েডিং হতে চলেছে এটি। নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে ভিকি ক্যাটের বিয়ের মতোই আঁটোসাঁটো। ইটাইমস এক সূত্রে জেনেছে এই খবর। শেরশাহ ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেন।
তবে আদৌ সাত পাকে বাঁধা পড়বেন কী না এই দুই তারকা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।