মুম্বই: আগামী মাসেই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)। তবে সেই বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। কিন্তু সদ্য দেওয়া একটা সাক্ষাৎকারে সিদ্ধার্থের কথায় যে নারীর কথা উঠে এল তিনি কিয়ারা নন, সিদ্ধার্থের প্রাক্তন বান্ধবী!                                                                                                                     


সিদ্ধার্থের মহিলা অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। অভিনয়ের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন সিদ্ধার্থ। তিনি বলিউডের অন্যতম আকর্ষণীয় নায়কও বটে। কিন্তু একবার নাকি নিয়মিত শরীরচর্চা করার জন্য বান্ধবীর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে! কে সেই বান্ধবী? সাক্ষাৎকারে তা অবশ্য খোলসা করেননি সিদ্ধার্থ। তবে কিয়ারার আগে সিদ্ধার্থের সম্পর্ক ছিল আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর সঙ্গে। কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও সিদ্ধার্থ আলিয়ার সম্পর্কের কথা জানে গোটা বলিউড।                                   


আর পড়ুন: Miss Universe Thailand: সাফাই কর্মী বাবা-মায়ের লড়াইকে কুর্নিশ জানাতে ক্যানের ঢাকনা দিয়ে পোশাক!


রুপোলি পর্দায় দুজনেই একসঙ্গে পা রেখেছিলেন। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of The Year) এ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ আর আলিয়া। ছবির গল্পের মতোই শ্যুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান তাঁরা। কিন্তু তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে রণবীর ঘরনী আলিয়া। ছোট্ট রাহার মা। অন্যদিকে কিয়ারার সঙ্গে সম্পর্কের জল্পনা তুঙ্গে সিদ্ধার্থের।                                                               


সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, 'আমি হয়তো কখনও আমার প্রেমের সম্পর্ককে প্রকাশ করার সুযোগই পাইনি। আমি এমন একটা মানুষ যে বান্ধবীর সঙ্গে সময় কাটানোর চেয়ে জিমে গিয়ে ঘাম ঝরাতে বেশি পছন্দ করে। এই অভ্যাসের জন্য আমায় প্রাক্তন বান্ধবীর কটাক্ষেরও শিকার হতে হয়েছিল। আমি আপাতত নিজের কেরিয়ারে মন দিতে চাই। যখন আমি নিজের সম্পর্ককে প্রস্তুত বলে মনে করব, তখনই তা জনসমক্ষে আনব।'