কলকাতা: এই বছর 'মেট গালা'-য় পা রাখতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। তিনি অন্তঃসত্ত্বা। আর সেই কারণেই, স্ত্রীকে একা ছাড়ছেন না সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। সেই কারণেই স্ত্রীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি দিয়েছেন তিনি। মেট গালা ২০২৫-এ অনেক সেলিব্রিটি তাঁদের ফ্যাশন দিয়ে মানুষকে মুগ্ধ করার জন্য প্রস্তুত। মেট গালা মে মাসের প্রথম সোমবার হয়। আজই সন্ধ্যেবেলা হতে চলেছে মেট গালা।

এবার কিয়ারা আডবাণীর অভিষেক হতে চলেছে মেট গালায়। মেট গালায় অংশ নিতে কিয়ারা আডবাণী নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন। গর্ভবতী স্ত্রীর সঙ্গে থাকার জন্য সিদ্ধার্থ মলহোত্র ও নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন। সিদ্ধার্থ নিউইয়র্ক থেকে ওয়ার্কআউট করার ছবি শেয়ার করেছেন। সিদ্ধার্থ এখন সবসময়েই কিয়ারার সঙ্গে থাকছেন। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ নিউইয়র্ক থেকে ছবি শেয়ার করে নিয়েছেন। একটি ওয়ার্ক আউটের ছবি অন্যটি বোতলের ছবি আর শহরের ছবি।

 

সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন

সিদ্ধার্থ তার ইন্সটাগ্রাম স্টোরিতে ওয়ার্কআউট করার ছবি শেয়ার করেছেন। তিনি জিমে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে এবং নিজেকে হাইড্রেট রাখতেও দেখা যাচ্ছে। সিদ্ধার্থ তার ওয়ার্কআউটের সঙ্গে নিউইয়র্কের দৃশ্যও দেখিয়েছেন। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন জিম টাইম, হাইড্রেট।

কিয়ারা আডভানিও ফ্যাশন ইভেন্ট থেকে তার প্রথম ছবি শেয়ার করে ফেলেছেন। ছবি দেখে তাঁর অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। এই অনুষ্ঠানটি কিয়ারার জন্য খুবই বিশেষ। তিনি প্রথমবার ভারতকে বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছেন। দ্বিতীয়ত তিনি বেবিবাম্প নিয়ে হাঁটবেন। সবাই মেট গালার শুরু হওয়ার অপেক্ষা করছে। কিছু পরেই হয়তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে ছবি। এই বছর মেট গালায় দেখা যেতে চলেছে শাহরুখ খানকেও। এবার দিলজিৎ দোসাঞ্জকেও দেখা যেতে চলেছে মেট গালার রেড কার্পেটে।

প্রসঙ্গত, মেট গালায় থাকতে গেলে, বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন, মেট গালা-র ভিতরে কোনও ফোন নিয়ে যাওয়া যায় না। সেই কারণেই মেট গালার ভিতরে কোনও ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় বাইরে আসে না। সেই সঙ্গে মেট গালায় স্বামী স্ত্রীকে একসঙ্গে বসতে দেওয়া হয় না। মেট গালায় এটা নিশ্চিত করা হয় যে, সবাই একে অপরের সঙ্গে আলাপ জমাবেন, কথা বলবেন। সেই সঙ্গে মেট গালায় একেবারে নিষিদ্ধ পিঁয়াজ ও রসুন। তারকারা সুগন্ধ ছড়াবেন, সেটা নিশ্চিত করতেই এই নিয়ম মেনে চলা হয়।