শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল বুধবারই। লাদাখ পৌঁছেও যান সিদ্ধার্থ। কিন্তু সেদিন শ্যুটিং শুরু হতে পারেনি। ছবির সহ প্রযোজক সাব্বির বক্সওয়ালা জানিয়েছেন, তাঁদের ভারী কিছু জিনিসপত্র ও কয়েকজন কর্মীকে শ্রীনগরের বদলে লে দিয়ে ঘুরিয়ে কাশ্মীর আনতে হয়, তাই শ্যুটিং শুরু হতে দেরি হয়েছে। শ্রীনগরের পরিবেশ একটু উত্তেজিত থাকায় এই ব্যবস্থা। সেখানে কাজ শুরু হয়েছে আজ। সিদ্ধার্থ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কার্গিলের ছবি পোস্ট করেছেন।
শেরশাহ-র শ্যুটিং হবে লে, লাদাখ ও কার্গিলে, ৪০ দিন ধরে। সাব্বির জানিয়েছেন, শ্রীনগরে ও তা আশপাশে প্রচণ্ড খানাতল্লাশি চলছে। ফলে ওখান থেকে আসা সম্ভব হচ্ছে না। লে, কার্গিলের পরিস্থিতি অনেক ভাল। তবে শ্রীনগরেও যা প্রতিবাদ চলছে, তা সবই শান্তিপূর্ণ, পুলিশ ও সেনা চায় না কেউ চোট পাক, তিনি জানিয়েছেন।
মে মাস থেকে শেরশাহ-র কাজ শুরু হয়েছে। ছবিটি কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনসের। নায়িকা কিয়ারা আডবাণী। গল্প এগিয়েছে কার্গিল সংঘর্ষের অন্যতম নায়ক, মরণোত্তর পরমবীর চক্রজয়ী ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনকে কেন্দ্র করে।