কলকাতা: ৫০ লক্ষ টাকা খুইয়েছেন তাঁর অনুরাগী, অবশেষে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। ঠিক কী হয়েছিল ঘটনাটা? সিদ্ধার্থের পোস্টেই পরিষ্কার হল সবটা। সিদ্ধার্থের ওই অনুরাগীর অভিযোগ, সিদ্ধার্থের দুই ফ্যানপেজের তরফ থেকে দাবি করা হয়, কিয়ারা আডবাণী (Kiara Advani) সিদ্ধার্থ মলহোত্রকে খুনের হুমকি দিয়ে বিয়ে করেছে। এখন সিদ্ধার্থের অর্থের প্রয়োজন। প্রিয় অভিনেতার এই বিপদ শুনে অনুরাগী ৫০ লক্ষ টাকা পাঠিয়ে দেন সিদ্ধার্থের উদ্দেশে। প্রিয় অভিনেতাকে বিপদ থেকে রক্ষা করাই ছিল তাঁর উদ্দেশ্য। কিন্তু টাকা দেওয়ার পরেই ওই অনুরাগী বুঝতে পারেন গোটা বিষয়টাই ভুয়ো। আর এবার, সেই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ সিদ্ধার্থ মলহোত্র।
সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সদ্য সিদ্ধার্থ লেখেন, 'এটা বিষয়ে সম্প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি জানতে পেরেছি, সমাজমাধ্যমে আমার নাম করে কিছু মানুষ আর্থিক জালিয়াতি করছেন। তাঁরা দাবি করছেন, তাঁরা আমার বা আমার পরিবারের কারও সঙ্গে যুক্ত। সবাইকে আমি একটা কথাই জানাতে চাই, আমি বা আমার পরিবারের কেউই এই ধরণের জালিয়াতির সঙ্গে যুক্ত নই ও সমর্থন করি না।'
শুধু তাই নয়, ৫০ লক্ষ টাকা খোয়ানোর ঘটনা নজরে এসেছে সিদ্ধার্থেরও। এই বিষয়ে তিনি অনুরাগীদের কাছেও আবেদন জানিয়েছেন যে তাঁরা যেন বিষয়টিকে বিশ্বাস না করেন। সিদ্ধার্থ লিখছেন, 'যাঁরা এই মেসেজটা পড়ছেন, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে আমার এই বার্তাটা মনে করবেন। সকলে সতর্ক থাকুন আর এই বিষয়ে যে কোনও রকম সন্দেহজনক কিছু দেখলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।'
শেষে সিদ্ধার্থ লেখেন, 'আমার অনুরাগীরাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের বিশ্বাস আমার কাছে সবসময়, সবার আগে।' সিদ্ধার্থের এই পোস্টে অনেকেই তাঁকে সমর্থন করেছেন।
আরও পড়ুন: Sohini-Ronojoy: সোহিনীর বিয়ে নিয়ে গুঞ্জন, লাদাখে শ্যামৌপ্তির কাছাকাছি রণজয়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।