মুম্বই: সিদ্ধার্থ মালহোত্রার মরজাবাঁ ছবিটি ভালই চলছে বক্স অফিসে। সিদ্ধার্থ বেজায় খুশি, তাঁর শেষ কয়েকটি ছবি পরপর ফ্লপ করেছে। এবার তিনি বললেন তাঁর স্ট্রাগল করার দিনগুলোর কথা।


সিদ্ধার্থ বলেছেন, দিল্লি থেকে মুম্বই এসে কেরিয়ার তৈরি করা মোটেই সহজ হয়নি তাঁর পক্ষে। মুম্বই এসে থাকতেন এক প্রযোজনা সংস্থার অফিসে, শুতেন সোফায়। যে মডেলিং সংস্থার হয়ে তিনি কাজ করতেন, তাদের মাধ্যমেই প্রথম ছবির অফার আসে। ছবির অডিশন দিতে প্রথমবার আসেন মুম্বই। যদিও ওই ছবিতে সুযোগ মেলেনি তাঁর।


কিন্তু মুম্বই ছেড়ে আর দিল্লি ফেরেননি তিনি। থাকার জন্য অন্য জায়গা খুঁজতে থাকেন। হাতে টাকা ছিল না, বাড়ির লোকের থেকে টাকা নিতেও চাননি। দোকানে দুটো খাবার দেখে খেতে ইচ্ছে হয় তাঁর কিন্তু পকেট ফাঁকা হওয়ায় একটাই কিনে খেতে পারেন। দুটো কিনলে তা বাজেট ছাপিয়ে যেত। সে সময় প্রিয়ঙ্কা চোপড়ার ডান্স নাম্বার দেশি গার্ল-এ সহ পরিচালকের কাজ পান তিনি। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনের ছবি মাই নেম ইজ খান-এও সহ পরিচালকের কাজ করেন। এরপর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে তাঁকে সুযোগ দেন খোদ কর্ণ জোহর।