মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া, যিনি তাঁর ব্যক্তি জীবন নিয়ে কখনও তেমন খোলামেলা আলোচনা করতে চান না সংবাদমাধ্যমের সামনে। তাঁর বয়ফ্রেন্ড নিয়ে কানাঘুষোয় বলিউডের বিভিন্ন তারকার নাম শোনা গেলেও, কখনওই প্রকাশ্যে তিনি কারও নাম বলেননি। অবশেষে এই প্রেম দিবসে প্রিয়ঙ্কাকে প্রপোজ করলেন কোন অভিনেতা জানেন? সিদ্ধার্থ মালহোত্রা, হ্যাঁ ঠিকই শুনেছেন সিদ্ধার্থ। প্রপোজ যে করেছে তার প্রমাণ হিসেবে প্রিয়ঙ্কার পোস্ট করা একটি ভিডিও রয়েছে। এবার ভাবছেন তাহলে কি এবার আলিয়া -সিদ্ধার্থের বিচ্ছেদ কার্যত হয়েই গেল।
তাহলে আসল সত্যিটা এবার খোলসা করে বলাই যাক। নীরভ মোদীর সংস্থার গয়নার বিজ্ঞাপন করছিলেন এই দুই অভিনেতা। ভিডিওর শ্যুট হচ্ছিল একটি পাঁচতারা রেস্তোরাঁর ছাদে। সেখানেই খোলা ছাদে প্রিয়ঙ্কাকে হাতে আংটি পরিয়ে প্রপোজ করেন হ্যান্ডসাম সিদ্ধার্থ। সেই ছোট ভিডিওটি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে অভিনেত্রী লেখেন, সমস্ত ভাবী স্বামীদের উদ্দেশ্যে বলছি, কীভাবে প্রপোজ করলে কখনওই না শুনতে হবে না এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন। ভিডিওটির নাম ‘সে ইয়েস ফরএভার’ ।