নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'শেরশাহ'। দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে সেই ছবি। এমনকী প্রবলভাবে প্রশংসা পেয়েছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর অভিনয়। ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় সিদ্ধার্থের জীবনের অন্যতম সেরা বলেই মত সমালোচকদের।
তবে এখানেই থেমে নয়। একের পর এক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থ মলহোত্রর। ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম - 'যোদ্ধা'। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ছবির প্রথম লুকও। পোস্টারে তাঁর লুক দেখে স্পষ্ট যে তিনি একজন 'অ্যাকশন স্টার'-এর চরিত্রে অভিনয় করছেন। সাগর অম্বর ও পুষ্কর ওঝা পরিচালিত 'যোদ্ধা' ছবি মুক্তি পেতে চলেছে ১১ নভেম্বর, ২০২২।
ট্যুইটারে এই পোস্টটি শেয়ার করে জনপ্রিয় পরিচালক কর্ণ জোহর লেখেন ছবির মহিলা প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, তাঁর নাম ঘোষণা হবে খুব শীঘ্রই। কর্ণ জোহর ট্যুইট করে লেখেন, 'যোদ্ধা আসছে ২০২২ সালের ১১ নভেম্বর আপনাদের পর্দা হাইজ্যাক করতে। সাগর অম্বর ও পুষ্কর ওঝা পরিচালিত। সঙ্গে থাকুন, কারণ আমাদের নায়িকার নাম ঘোষণা হবে খুব শীঘ্রই!'
কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর 'যোদ্ধা' অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। এই ছবিটি হাইজ্যাকিংয়ের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এবং ছবির প্রথম মোশন পোস্টারও অভিনেতা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ক্যাপশনে লেখেন, 'পেশ করছি 'যোদ্ধা', ধর্ম প্রোডাকশনসের প্রথম অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ছবি। দুই ট্যালেন্টেড মানুষ - সাগর অম্বর ও পুষ্কর ওঝা দ্বারা পরিচালিত প্লেনে চড়তে আমি খুব উৎসাহী। বড়পর্দায় ২০২২ সালের ১১ নভেম্বর মুক্তি পাবে।'
'যোদ্ধা' ছাড়াও ' মিশন মজনু' ও 'থ্যাঙ্ক গড' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে।