নয়াদিল্লি: লাভ হল না মুক্তির তারিখ বদলেও। ফের একই দিনে মুক্তির নতুন তারিখ পড়ল 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'র। প্রথমে দুই ছবিরই মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু আজ দুই ছবিরই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হল। 


ফের একইসঙ্গে মুক্তি পাচ্ছে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'


অভিনেত্রী ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩' ছবির পর বড় মুক্তি 'মেরি ক্রিসমাস'। দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে ক্যাটরিনার ছবি আগের থেকে আরও এক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে হাজির হবে। অর্থাৎ শ্রীরাম রাঘবন পরিচালিত এই মার্ডার মিস্ট্রি ঘরানার ছবি ৮ ডিসেম্বর মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে এই ছবির লড়াই হবে সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'যোদ্ধা'র সঙ্গে। কারণ এগিয়ে আনা হয়েছে সেই ছবিরও মুক্তির তারিখ। মঙ্গলবার সকালেই দুই ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, একই দিনে অর্থাৎ ১৫ ডিসেম্বর এই দুই ছবির মুক্তি নিয়ে জলঘোলা হয়েছিল আগে। 


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'মেরি ক্রিসমাস' ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন। 'ক্যাটরিনা কাইফ, বিজয় সেতুপতি: 'মেরি ক্রিসমাস' এসে পৌঁছে যাচ্ছে ১ সপ্তাহ আগে... ৮ ডিসেম্বর ২০২৩ হচ্ছে এই ছবির মুক্তির নতুন তারিখ।' ক্যাটরিনা ও বিজয় একসঙ্গে এই প্রথম কাজ করছেন। দুটি ভাষায় এই ছবির শ্যুটিং হয়েছে। হিন্দি ও তামিল। সঙ্গে ভিন্ন সহ অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন। 


অন্যদিকে আজই 'যোদ্ধা' ছবির মুক্তির তারিখও এগিয়ে এল। কর্ণ জোহর ইনস্টাগ্রামে পোস্ট করেন নতুন তারিখ। প্রযোজক এদিন পোস্ট করে লেখেন, 'আমরা প্রেক্ষাগৃহে ৮ ডিসেম্বর পৌঁছনোর জন্য তৈরি।' ছবির একটি পোস্টার শেয়ার করে এটুকুই লেখেন তিবি। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এই ছবিতে দেখা যাবে রাশি খান্না ও দিশা পাটনিকে। শশাঙ্ক খৈতান এই ছবির পরিচালনা করেছেন। 


মজার ব্যাপার 'প্যাকড' ডিসেম্বরে একের পর এক বিগ বাজেট ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। রণবীর কপূরের 'অ্যানিম্যাল' মুক্তি পাবে ১ ডিসেম্বর। মাঝে ৮ ডিসেম্বর আসছে 'মেরি ক্রিসমাস' ও 'যোদ্ধা'। তারপর ২২ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের 'ডাঙ্কি' ও প্রভাসের 'সালার'। 


আরও পড়ুন: OMG 2 OTT Release: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে 'OMG 2', কবে থেকে দেখা যাবে নেটফ্লিক্সে?


এর আগে 'যোদ্ধা' ও 'মেরি ক্রিসমাস'-এর যখন ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল তখন তা নিয়ে মন্তব্য করেছিলেন কর্ণ জোহর। তিনি বলেন, 'একই তারিখে ক্ল্যাশ করলে এবং তাতে একটা ফোন কলের ভদ্রতা না থাকলে সেটা একেবারেই স্টুডিও ও প্রযোজকদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার পদ্ধতি হতে পারে না। এই কঠিন সময় ও চ্যালেঞ্জিং থিয়েট্রিক্যাল সময় যদি আমরাই একে অপরের পাশে না দাঁড়াই তাহলে নিজেদের সম্মিলিত বলার কোনও মানেই হয় না।' যদিও আজ 'মেরি ক্রিসমাস' ছবির নতুন তারিখ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই 'যোদ্ধা'র মুক্তির তারিখও বদলে যায় এবং একই দিনে ফের দুই ছবির মুক্তির কথা ঘোষণা করা হয়। যদিও প্রেক্ষাগৃহে শেষ হাসি কে হাসবে, বা কোন ছবি পাবে বেশি খ্যাতি, তা বলবে সময়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial