মুম্বই: কখনও কাঁধের ওপর বসে মাথা টিপে দিচ্ছেন, আবার কখনও অভিমান ভাঙাচ্ছেন। বিগ বসের বাড়িতে সব্বার নজর কেড়েছিল 'সিডনাজ' -এর রসায়ন। সিদ্ধার্থ শুক্ল ও শেহনাজ গিল। বিগ বস-এর ঘর থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। ইন্ডাস্ট্রি অবশ্য বলে, প্রেম করছিলেন এই দুই তারকা। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ সবটা ওলট পালট। মুম্বইয়ের কুপার হাসপাতাল ছেলে ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদ। সিদ্ধার্থ শুক্ল আর নেই।
বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড। ৪০ বছরেই হৃদরোগ, হার্ট অ্যাটাক! অনেকেই মেনে নিতে পারছেন না, তরতাজা, হাসিমুখের ছেলেটা আর নেই। সত্যিটা মেনে নিতে পারছেন না শেহনাজ গিলও।
সিদ্ধার্থের মৃত্যুর খবর শোনা মাত্রই শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী শাহনাজ গিল। তাঁর বাবা জানিয়েছেন, শেহনাজ এই খবর শোনা মাত্র শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন। সন্তাখ শিখ সুখ বলছেন, 'আমি এখন কথা বলার অবস্থায় নেই। মানতে পারছি না ঘটনাটা।' তিনি আরও যোগ করেন, 'আমার শেহনাজের সঙ্গে কথা হয়েছে। ওর এই খবরটা শুনে একেবারেই ঠিক নেই। অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলে, শেহনাজের ভাই রওনা হয়েছে মুম্বইয়ের উদ্দেশে।'
শোকস্তব্ধ মায়ানগরী। সোশ্যাল মিডিয়ায় মনখারাপ লিখলেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভিকি কৌশল লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না। সিদ্ধার্থের পরিবার আর বন্ধুদের জন্য আমার সমবেদনা। ওঁনার আত্মা শান্তি পাক।' মনোজ বাজপেয়ী ট্যুইটারে লিখছেন, 'অত্যন্ত দুঃসংবাদ। এমন একজন কাছের মানুষ হারানোর পর আমার শোকপ্রকাশ করার সত্যিই কোনও ভাষা নেই। ওর আত্মা শান্তি পাক। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।' অর্জুন বিজলানী ট্যুইটারে লিখেছেন, 'জীবন এমনই অনিশ্চিত। এটা যে কোনও সময়ে, যে কারও সঙ্গে হতে পারে। আমার ভাই, তুমি শান্তিতে ঘুমাও। তোমার পরিবার আর বন্ধুদের অনেক অনেক শক্তি দিক ভগবান।' লেখার সঙ্গে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন অর্জুন। দুই বন্ধুকে হাসতে দেখা যাচ্ছে সেখানে।