পাঞ্জাব: পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর (FIR)। সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) বাবা বালকৌর সিং মানসা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই।


সিধু মুসেওয়ালার বাবার দায়ের করা সেই এফআইআর থেকে মিলেছে নতুন তথ্য। সেখানে বালকৌর সিং উল্লেখ করেছেন, বিভিন্ন গ্যাং থেকেই অর্থ দাবি করে মৃত্যুর হুমকি পেতেন সিধু। লরেন্স বিষ্ণোই গ্যাং এর মধ্যে অন্যতম। এই গ্যাঁ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সিধুকে। সরকারি সুরক্ষা ওঠার পরেও বুলেটপ্রুফ গাড়ি নিয়েই ঘুরতেন সিধু। কিন্তু ঘটনার দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেইদিন চালকের আসনে ছিলেন নিজেই। এই ঘটনায় ৩০২, ৩০৭ ও ৩৪১ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আর্ম অ্যাক্ট অ্যাট সিটি ওয়ান এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছে।


ঘটনায় মিলেছে একটি সিসিটিভি ফুটেজও। সেখানে ৩০ রাউন্ড গুলি চালানোর প্রমাণ স্পষ্ট। শোনা গিয়েছে গুলি চালানোর শব্দও। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল ভিকে ভাওরা জানাচ্ছেন, অন্তত ৩টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ড চালানোর জন্য।  


আরও পড়ুন: Habji Gabji: লকডাউনে মুক্তি আটকালেও, যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি', বলছেন রাজ


রবিবার পঞ্জাবের (Punjab) মানসা জেলায়, নিজের গ্রাম জাওয়ারে খুন হয়েছেন সিধু। অন্য দিকন বুলেটপ্রুফ গাড়ি নিয়ে বেরোলেও, এ দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে সিধুকে ঘিরে ফেলে। তার পর এলোপাথাড়ি সাত রাউন্ড গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। আত্মরক্ষার কোনও সুযোগি পাননি সিধু। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর দুই বন্ধুও।