কলকাতা: দফায় দফায় ভাঙচুর, গাড়ি আটক, প্রতিবাদ মিছিল.. কলকাতা থেকে শুরু করে জেলা পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে একাধিক অশান্তির ছবি। একাধিক জায়গায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আর এই পরিস্থিতিতেই কী 'নিরাপত্তাহীনতায়' ভুগছেন সঙ্গীতশিল্পী সিধু (Sidhu)? 


আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সিধু। ১২ তারিখ অর্থাৎ আজ বসিরহাটে অনুষ্ঠান করার কথা ছিল ব্যান্ড ক্যাকটাসের। বিকেল ৪টে থেকে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় আজ সিধু পোস্ট করে জানিয়েছেন, এই অনুষ্ঠান বাতিল করছেন তিনি। সিধু লিখেছেন, 'রাজ্যের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, কলকাতা থেকে বসিরহাট এতটা দূরত্বে যাতায়াত করা ঠিক হবে না বলেই মনে হচ্ছে ! সাধারণ নাগরিক হিসেবে, পথে বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগব! তাই, খুবই আবেগের টান ও প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আজ বসিরহাট মিউজিক ফোরম - এর আয়োজিত বাস্কিং ইভেন্টে যোগদান করতে পারছি না। মনটা তোমাদের সঙ্গেই রইল। সবার জন্য শুভকামনা। শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি অবশ্যই তোমাদের সঙ্গে থাকব। সবাইকে ভালোবাসি।'





 

গত ৫ জুন বসিরহাট মিউজিক্যাল ফোরম (Basirhat Music Forum) এর ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সিধু, পটা সহ ক্যাকটাস ব্যান্ড -এর অন্যান্য সদস্যরা। 

 

প্রসঙ্গত, পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার পাঁচলা।গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। বুধবার পর্যন্ত পাঁচলা, জগৎবল্লভপুরে বলবৎ থাকবে ১৪৪ ধারা। পয়গম্বর মন্তব্য বিতর্কের ছড়িয়েছে নদিয়াতেও। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা মেমুতে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ