কলকাতা : কোভিড পরিস্থিতিতে এই পুজোতেও ঘরবন্দী আমরা। পায়ে ফোস্কা ফেলে প্যান্ডেল হপিংয়ের উপায় আর নেই কিন্তু রয়েছে পুজোবার্ষিকী আর জমিয়ে আড্ডা আর তার সঙ্গে উরিবাবা (Uri Baba)। অপেক্ষার বাকি আর কয়েক ঘণ্টা। তারপরই আট থেকে আশি , সবার পুজোর ছুটি জমিয়ে দিতে আসছে 'ইয়ো দেবী'। নাচ, গান, হুল্লোড়ে জমজমাট 'ডিজিটাল মিউজিক্যাল যাত্রা' শুধুমাত্র উরিবাবার ইউটিউব চ্যানেলে। যেখানে ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মী আর অসুরকে নিয়ে হাজির হবেন ছোট্ট মা দূর্গা। সঙ্গে থাকবে দারুণ একটা টুইস্ট।
আরও পড়ুন - Ajay Devgn with Bear Grylls: বেয়ার গ্রিলসের সঙ্গে 'ইনটু দ্য ওয়াইল্ড'-এ এবার অজয় দেবগন, কবে দেখতে পাবেন?
আরও পড়ুন - বহু বছর পর মুক্তি পেল পুজোর অ্যালবাম, রূপঙ্কর-রাঘব-ইমন-শুভমিতার গানে ফিরল নস্টালজিয়া
'ইয়ো দেবী'র মূল ভাবনায় এবং সঙ্গীত পরিচালক ও গীতিকারের ভূমিকাতে রয়েছেন বাংলার রক আইকন ও অভিনেতা শিলাজিৎ মজুমদার। চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন মেঘা তিথি বন্দোপাধ্যায় আর পরিচালনায় রয়েছেন অভ্রজিৎ সেন । এই অনুষ্ঠানের সবথেকে বড় আকর্ষণ সঙ্গীত ও অভিনয়ে একদল কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত উপস্থাপনা। 'ইয়ো দেবী'র বিভিন্ন চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত ক্ষুদে শিল্পী উদিতা, লাড্ডু, কৃতিকা ও শায়েরীকে।
আরও পড়ুন - Aryan Khan Arrest: 'বড় ছেলেকে হারিয়েছি, বাবার কষ্ট বুঝি', আরিয়ানের গ্রেফতারিতে শাহরুখের পাশে শেখর সুমন
তাহলে আর দেরি কিসের! উরিবারার বিশেষ অনুষ্ঠান ইওদেবী দেখার জন্য এখনই তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডল, টুইটার হ্যান্ডল এবং সমস্ত পেজ লাইক আর ফলো করুন। আর উরিবাবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। উরিবাবা, সার্চ কর রিসার্চ কর।