মুম্বই : মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি। তাই জেলেই দিন কাটছে আরিয়ানের। বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টিতে তাঁর কাছ থেকে মাদক পাওয়া যায়। আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকা এগিয়ে এসেছেন তাঁর সমর্থনে। পূজা ভট্ট, হৃত্বিক রোশন, সুজান খান, ফারাহ খান, রবিনা ট্যান্ডন, সোমি আলি এছাড়াও একাধিক তারকাকে দেখা গিয়েছে এই কঠিন পরিস্থিতিতে শাহরুখ খান ও গৌরীর পাশে দাঁড়াতে। নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরিয়ানকে সমর্থন করে পোস্ট করেছেন। এবার সেই সমর্থনের তালিকায় যোগ হল শেখর সুমনের নামও। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে স্টার কিড আরিয়ানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন শেখর সুমন। পাশাপাশি শাহরুখ খান ও গৌরীর এই মানসিক পরিস্থিতিতে নিজেকে সহমর্মী বলেছেন।


আরও পড়ুন - Rekha Birthday: আর্থিক অনটন সামলাতে অভিনয় জীবনে কী করেছিলেন? জন্মদিনে জেনে নিন রেখা সম্পর্কে অজানা কিছু তথ্য


সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডলে শেখর সুমন লেখেন, 'শাহরুখ খান এবং গৌরী খানের জন্য আমার হৃদয়ও কষ্ট পাচ্ছে। বাবা হিসেবে বুঝতে পারি এই মুহূর্তে ওদের উপর দিয়ে কী ঝড় বইছে। কোনও বাবা-মায়ের পক্ষেই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা সহজ কাজ নয়।' আরিয়ান খানের গ্রেফতারির পর নিজের অতীত জীবনকে যেন হঠাৎ সামনে দেখতে পাচ্ছেন শেখর সুমন। স্মৃতির পাতা ঘেঁটে জানালেন, তাঁর বড় ছেলে যখন মারা যায়, শাহরুখ খানই একমাত্র অভিনেতা ছিলেন, যিনি সমবেদনা জানিয়েছিলেন তাঁকে। শেখর সুমন বলছেন, 'মাত্র এগারো বছর বয়সে আমার বড় ছেলে আয়ুষকে আমি হারাই। সেই সময়ে শাহরুখ খানই একমাত্র অভিনেতা, যিনি আমার কাছে ব্যক্তিগতভাবে এসেছিলেন যখন আমি শ্যুটিং করছি। শাহরুখ আমাকে জড়িয়ে ধরে আমার সেই বেদনার দিনের সহমর্মী হন। সমবেদনা প্রকাশ করেন। বাবা হিসেবে এমন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা হতে পারে, তা আমি বুঝি।'



আরও পড়ুন - Aryan Khan: আর্থার জেলে বন্দি শাহরুখ-পুত্র, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ NCB-এর


প্রসঙ্গত, শুক্রবার ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। আরিয়ানের পাশাপাশি আরও গ্রেফতার হওয়া দুজন, মুনমুন ধামেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টেরও জামিন মঞ্জুর হয়নি। তাঁদেরকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হেফাজত থেকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছে। এমনটাই খবর এএনআই সূত্রে। স্টার কিড হলেও আর বাকি অন্যান্য আসামীদের মতোই তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছে জেলে।