কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন আর সেই সঙ্গে লম্বা পোস্ট। প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু দিনে শৈশবের স্মৃতি হাতড়ালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট শেয়ার করেন শিলাজিৎ। সেখানে তিনি লিখেছেন, 'একবার ই বোধ হয় দেখেছিলাম। হ্যাঁ দেখেছিলাম, পড়িনি শুধু, দেখেছিলাম দুই পুচকে মাস্তান বাঁটুল দ্য গ্রেট কে একটু জব্দ করেছিল। বাঁটুল এর সর্দি হওয়ায় দুই মাস্তান একটা টাঙা গাড়ীর পেছনে পাল লাগিয়ে বাঁটুল এর হাঁচির ধাক্কা পাল লাগিয়ে বেশ খানিকটা ফুর্তি করেছিলো গাড়ি চড়ে। বাঁটুল একটা সাইকেল এ করে যাচ্ছে ওই গাড়ীর পেছনে।ওর হাঁচির ধাক্কা লাগছে পালে, তরতরিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি।


আপনি চলে গেলেন। কিন্তু,আপনি রয়ে গেলেন। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো বটেই। রেলওয়ে প্ল্যাটফর্ম এর টিমটিমে বই এর দোকানে ইংলিশ বই এর দাপটের মধ্যে, বা চলন্ত ট্রেন এর হকার ভাই এর দু হাতে জাপটে ধরা লক্ষ্মীর পাঁচালি, ধাঁধা রান্নার বই এর মধ্যে খুঁজব। আমার ছোটবেলা কে। আপনার যে কোনো পুরনো সৃষ্টি ও আবার নতুনই লাগবে। মনে হবেই হবে। এই তো সবে বেরোলো বুঝি। নারায়ণ দেবনাথ এর টাটকা একটা হাঁদা ভোঁদা বা নন্টেফন্টে ,কেলটুদা।' (অপরিবর্তিত)

 


 

বাঙালির শৈশবের সঙ্গে যেন জড়িয়ে রয়েছেন নারায়ণ দেবনাথ। সেই কথাই ফিরে এল শিলাজিতের লেখার ছত্রে ছত্রে। ইংরেজির দাপটে বাঁটুল, হাঁদা ভোঁদার বইতেই যেন মিশে আছে শৈশবের গন্ধ। সঙ্গীতশিল্পীর লেখায় ফুটে উঠেছে ছোটবেলার নস্ট্যালজিয়া। 

 

আজ নারায়ণ দেবনাথকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শাশ্বত চট্টোপাধ্যায়। একটি ছবি ভাগ করে নেন তিনি। সেখানে দেখা যায়, টেবিলে বসে লিখছেন নারায়ণ দেবনাথ। আর তার চারদিকে তাঁরই সৃষ্টি করা বিভিন্ন চরিত্রের ছবি। কোথাও হাঁদা ভোঁদা, কোথায় বাঁটুল দি গ্রেট, বেড়াল বাহাদুর বা নন্টে ফন্টে। এই ছবিটি শেয়ার করে শাশ্বত লিখেছেন, 'তিনি ছিলেন আমাদের কয়েক প্রজন্মের ছোটবেলার সঙ্গী। তাঁর সৃষ্টি আমাদের কাছে অমর হয়ে থাকবে। একটি যুগের সমাপ্তি। ওনার আত্মার শান্তি কামনা করি।'


আরও পড়ুন: আসছে নতুন বাংলা ধারাবাহিক 'গুড্ডি'


মোবাইল, ট্যাবলেট, কম্পিউটারের এই সময়েও বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে ‘বাঁটুল দি গ্রেট’৷ ‘হাঁদা ভোঁদা’ বা ‘নন্টে ফন্টে’র দুষ্টুমিতে হেসে লুটোপুটি খায় আবাল-বৃদ্ধ-বণিতা৷ সেই হাসিকেই কান্নায় বদলে দিলেন স্রষ্টা স্বয়ং। প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ।