কলকাতা: আসছে নতুন বাংলা ধারাবাহিক (New Bengali Serial)। সদ্য সম্প্রচারিত হয়েছে আসন্ন ধারাবাহিক 'গুড্ডির' (Guddi) প্রোমো। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন ধারাবাহিকের প্রোমো শেয়ার করেছে সম্প্রচারিত চ্যানেল। প্রথম সারির একটি চ্যানেলে দেখানো হবে ধারাবাহিকটি। পুলিশ অফিসার হতে চাওয়া এক মেয়ের স্বপ্ন আর বাস্তব জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে দর্শকের কাছে আসছে 'গুড্ডি'।


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: স্বামী জয় মেহতার জন্মদিনে কী বিশেষ উপহার দিলেন জুহি চাওলা?


সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখানো হচ্ছে, প্রাণবন্ত সাহসী মেয়ে গুড্ডি। তার স্বপ্ন একদিন সে পুলিশ অফিসার হবে। আর পুলিশ অফিসার হতে গিয়ে দায়িত্বশীল পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়কে রোল মডেল বানিয়ে ফেলে সে। গুড্ডির স্কুলের প্রিয় শিক্ষিকা শিরিন, যাঁকে সে দিদিয়া বলে ডাকে। সেই শিক্ষিকার সঙ্গে পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের ছোটবেলা থেকে পরিচয়। গুড্ডি চায় অনুজের সঙ্গে বিয়ে হোক স্কুলের শিক্ষিকা শিরিনের। কিন্তু কী ঘটবে নিয়তির খেলায়? জানতে গেলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। গুড্ডির স্বপ্ন আর জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে আসছে ধারাবাহিক 'গুড্ডি'। 



বাংলার প্রথম সারির চ্যানেলে দেখানো হবে এই ধারাবাহিক। যদিও কবে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে কিংবা কোন সময়ে সম্প্রচারিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। নেট মাধ্যমে ধারাবাহিকের প্রোমো শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত দর্শকরা লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সদ্য শেয়ার করা প্রোমো দেখে ছোট পর্দার দর্শকের উচ্ছ্বাস ধরা পড়ছে কমেন্ট বক্সে। নেট নাগরিকরা ত্রিকোন প্রেমের আভাস পাচ্ছেন ধারাবাহিকের প্রোমো দেখে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা অভিনেত্রীকে দেখা গেলেও এই ধারাবাহিকে আর কে কে অভিনয় করেছেন, তা জানা যায়নি এখনও।


আরও পড়ুন - Priyanka Chopra: প্রথমবার মঙ্গলসূত্র পরার অনুভূতি কেমন ছিল? স্পষ্ট বক্তব্য 'আধুনিকা' প্রিয়ঙ্কার