তাঁর এই শো সম্পর্কে ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, ওই শো-তে তিনি যাঁদের শ্রদ্ধার চোখে দেখেন, তাঁদের সঙ্গে কথা বলবেন। ওই ব্যক্তিদের কাছে তাঁদের উত্থানের কারণ জানতে চাইবেন প্রিয়ঙ্কা।
বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও পা রেখেছেন প্রিয়ঙ্কা। কিন্তু এরপরও তাঁর শেখার চেষ্টার খামতি নেই বলে জানিয়েছেন কোয়ান্টিকো তারকা।
প্রিয়ঙ্কা বলেছেন, আজ আমি যা হয়ে উঠতে পেরেছি, সেজন্য আমার কৌতুহলেরও একটা ভূমিকা রয়েছে। তাই নতুন একটা যাত্রার মাধ্যমে আমার সেই কৌতুহলী মনের তৃপ্তির সিদ্ধান্ত নিয়েছে। আর এই যাত্রায় পথে বেশ কিছু আসাধারণ মানুষের সঙ্গে দেখা হবে।
শো-এর প্রথম পর্বের অতিথি বাইলসের প্রশংসা করেছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, বাইলস দুর্দান্ত অতিথি। এই তরুণীকে আমি দারুণ শ্রদ্ধা করি। তিনি শুধু বিশ্ব চ্যাম্পিয়নও নন, অলিম্পিকেও একাধিকবার মেডেল পেয়েছেন।