নয়াদিল্লি: ব্রিগেডের সমাবেশে বিরোধী শিবিরের নেতাদের আক্রমণ, কটাক্ষের জবাব নরেন্দ্র মোদির। বিরোধীদের মহাগঠবন্ধনের উদ্যোগকেও কটাক্ষ করলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, নরেন্দ্র মোদি নয়, ভারতের জনগণের বিরুদ্ধেই বিরোধীদের এই মহাজোট বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বলেছেন, পশ্চিমবঙ্গে মাত্র একজন বিধায়ক বিজেপির, তা সত্ত্বেও ওঁরা আমাদের এত ভয় পাচ্ছেন! বলছেন, বাঁচাও, বাঁচাও।
বিরোধীদের প্রয়াসের পাল্টা তিনি আরও বলেন, দুর্নীতির প্রশ্নে আমার অবস্থানে কিছু মানুষ ক্রুদ্ধ হয়ে গিয়েছেন কারণ আমি ওঁদের আমজনতার টাকা লুঠ করায় বাধা দিয়েছি। সেজন্যই ওঁদের এই মহাগঠবন্ধন। দাদরা ও নগর হাভেলির রাজধানী সিলভাসায় আজ এক অনু্ষ্ঠানে প্রধানমন্ত্রী কটাক্ষ করেন, তিনি যাঁদের জনসাধারণের টাকা লুঠ করা থেকে আটকেছেন, এই মহাজোট তাঁদেরই।
তাঁর বিরুদ্ধে ব্রিগেডের সভায় গণতন্ত্র লুন্ঠনের যে অভিযোগ উঠেছে, তার পাল্টা প্রধানমন্ত্রী কটাক্ষ করেন, যাঁরা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন, তাঁদের মুখে তা রক্ষার কথা শুনলে মানুষ বললেন, ওহা, কেয়া বাত হ্যায়!
আমজনতার টাকা লুঠ করায় বাধা দিয়েছি, আমার বিরুদ্ধে ওঁদের ‘মহাগঠবন্ধন’, ব্রিগেডের পাল্টা মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2019 04:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -