মুম্বই: ফের শিরোনামে গায়ক অভিজিত। ট্যুইটারে মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গায়ক অভিজিৎকে জুলাই মাসে গ্রেফতার করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেল। তবে গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যেই থানা থেকেইব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয় গায়ককে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে চেন্নাইয়ে খুন হন এক ইনফোসিস কর্মী। বিষয়টি নিয়ে ট্যুইটারে কথা চালাচালির মধ্যেই দিল্লির এক সংবাদসংস্থার মহিলা সাংবাদিক স্বাতী চতুর্বেদীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ট্যুইট করেন অভিজিৎ। যার পরিণামে অভিজিৎ-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মুম্বই পুলিশে নালিশ জানান ওই সাংবাদিক। সেই অভিযোগের ভিত্তিতেই গায়ক অভিজিৎকে গ্রেফতার করা হয়।
ট্যুইটারে মহিলা সাংবাদিককে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার গায়ক অভিজিৎ, পরে জামিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2016 04:47 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -